Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে কারখানায় লোহা গলানোর সময় আগুনে দগ্ধ ৭ শ্রমিক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৪০ এএম | আপডেট : ১১:৪৩ এএম, ৯ ফেব্রুয়ারি, ২০২০

রাজধানীর কদমতলী এলাকায় একটি কারখানায় লোহা গলানোর সময় আগুনের ফুলকিতে ৭ শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

আজ রোববার ভোরে কদমতলীর কামাল স্টিল মিলস নামে কারখানায় এ ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকরা হচ্ছেন- রাসেল (৩২), রেদওয়ান (২৫), সিফাত (২৮), সোহাগ (২৬) বাবর (৩৫), দুলাল (৩০) ও (২৭) সুজন।

ঢাকা মেডিকেলের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ আব্দুল খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, দগ্ধদের মধ্যে বাবরের শরীরের ৬ শতাংশ, দুলালের ১০ শতাংশ, সুজনের ১৯ শতাংশ অংশ পুড়ে গেছে। তাদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বাকি চারজন সামান্য দগ্ধ হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিদগ্ধ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ