Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে কন্যার পর মারা গেছেন অগ্নিদগ্ধ পিতাও

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০২২, ১২:০২ এএম

নগরীর পতেঙ্গায় আগুনে দগ্ধ হয়ে মেয়ের মৃত্যুর তিনদিন পর বাবাও মারা গেলেন। গত শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ বার্ণ ইউনিটে চিকিৎসাধীন আবদুল মান্নানের (৪০) মৃত্যু হয়েছে। তিনি পতেঙ্গা থানার লালদিয়ার চর এলাকার দ্বীন মোহাম্মদ এর পুত্র। সম্প্রতি লালদিয়ার চর উচ্ছেদের পর সেখানে অস্থায়ীভাবে ভাড়া বাসায় বসবাস করছেন।
পুলিশ জানায়, গত বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে রান্না দ্রুত শেষ করতে গিয়ে জলন্ত লাকড়ির ওপর কেরোসিন ঢালা হয়েছিল। সেখানে অসাবধানতায় কেরোসিন বেশি পড়ে গেলে দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। আগুন দ্রুত পুরো ঘরে ছড়িয়ে যায়। শাহিদা বেগম বের হতে পারলেও ঘরের ভেতরে থাকা ৭ বছর বয়সী শারমিন পুড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে পিতা আবদুল মান্নানও গুরুতর দগ্ধ হন। ওইদিন চিকিৎসাধীন অবস্থায় মেয়ের মৃত্যু হয়। পরে আব্দুল মান্নানকে চমেক হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রামে কন্যার পর মারা গেছেন অগ্নিদগ্ধ পিতাও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ