মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাওনা টাকা আনতে গিয়ে গণপিটুনিতে প্রাণ হারিয়েছেন ভারতের এক কৃষক। আহত হয়েছেন সঙ্গে থাকা আরও পাঁচজন। তাদের সবাইকে ছেলেধরা গুজব ছড়িয়ে ব্যাপক মারধর করা হয়। গত বুধবার মধ্য প্রদেশের ধর জেলায় এই নির্মম ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, গণপিটুনিতে নিহত ব্যক্তির নাম গনেশ খাছি। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় অন্তত ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে তিনজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। জানা যায়, কাজের আগাম মজুরি হিসেবে খিরকিয়া গ্রামের তিন শ্রমিক কন্ট্রাক্টরকে আড়াই লাখ রুপি দিয়েছিলেন গণেশ। কিন্তু তারা কথামতো শ্রমিক দিতে পারেনি ওই কন্ট্রাক্টররা। পরে তারা এক লাখ রুপি ফেরত দেন। বুধবার বাকি টাকা আনতে গিয়েছিলেন গণেশ ও তার সঙ্গীরা। কিন্তু সেখানে পৌঁছালে টাকা না দিয়ে উল্টো তাদের ওপর হামলা চালায় কিছু লোক। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।