রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সুনামগঞ্জের ছাতকে অগ্নিকান্ডে সিদ্দেক মিয়া (১৮) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনাটি গত বুধবার রাত দেড়টার দিকে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের গনিপুর দক্ষিণ পাড়া গ্রামে ঘটেছে। সে পার্শ্ববর্তী সাদারাই গ্রামের সুনু মিয়ার পুত্র। গতকাল বৃহস্পতিবার সকালে ছাতক (সার্কেল) বিল্লাল হোসেন ও থানার ওসি মোস্তফা কামাল ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে জাউয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নির্মল লাশ উদ্ধার করে।
জানা যায়, সিদ্দেক মিয়া প্রায় মাস খানেক ধরে তারই মামা গনিপুর গ্রামের আখলুছ আলীর পুত্র সেবুল মিয়ার দোকানে কর্মচারী হিসেবে কাজ করে আসছিলেন। দোকানটি মামার বাড়ির পাশে থাকায় প্রতিদিনের মতো গত বুধবার রাতের খাবায় খেয়ে দোকানের ভেতরে ঘুমিয়ে পড়ে সে। রাত প্রায় দেড়টার দিকে হঠাৎ অগ্নিকান্ডে ভেরাইটিজ মালামালসহ দোকান পুড়ে যায়। সেই সাথে দোকানের ভেতরে ঘুমন্ত কিশোর সিদ্দেক মিয়াও পুড়ে গিয়ে ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়। এদিকে রাতেই আগুনের লেলিহান দেখে গ্রামের লোকজন আগুন নিয়ন্ত্রন আনে। কিন্তু এর আগেই সব পুড়ে ভস্মিভূত হয়ে যায়। খবর পেয়ে রাতেই জাউয়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। থানার ওসি মোস্তফা কামাল জানান, দোকানের ভেতরেই অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।