শেখ ফজলুল করিমের জীবন ও সাহিত্য
বাঙ্গালী মুসলমানদের লুপ্ত গৌরব ও ইতিহাস ঐতিহ্য নিয়ে যে কয়জন খ্যাতনামা মুসলিম সাহিত্যিক স্মরণীয় বরণীয়
দক্ষিণের জানালায় হঠাৎ একটু বাতাস
নাড়া দিল আমার হৃদয়ে গহীনের যত্নে
লালিত ভালোবাসার তুলতুলে এক পিন্ডে।
দুস্প্রাপ্য প্রেমের ছায়া।
বিরাট ঘরটায় একা দেয়াল ঘেঁষে বসেছি
তার কথা ভাবছি, কেমন করে দুরে আছে
মায়াবী চোখের চাহনী দেখা যায় না, বলা
যায় না কথা।
মনোস্তত্ত্বের দৃষ্টিকোণ থেকে বিচার করলে
অনন্ত অন্ধকার স্তব্ধতা, আকর্ষণ থেকে মুক্ত
জীবনের আকস্মিক পরিবর্তন হয় অনিবার্য,
রহস্যঘেরা প্রেম।
আক্রমণাত্মক মানসিকতার শিকল ছিঁড়ে গেল
প্রেম রহস্য গেল না আটকানো, গেছে দুরে।
প্রাণান্তকর চেষ্টা ত্রু টিবিচ্যুতির ক্ষমা চাওয়া
তবুও অগ্নিমূর্তি ধারণ।
ভাবনার অতলে ডুবে আবোল তাবোল চিন্তা
ঝকঝকে আকাশে একফালি চাঁদের আলোয়
ঘরটা হলো আলোকিত, বিন্দু বিন্দু মালায়
সাজানো অনুভুতির চোরা রাস্তা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।