Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পটুয়াখালীতে ২ ইটভাটা বন্ধ ৪ লাখ টাকা জরিমানা

পটুয়াখালী জেলা সংবাদদদাতা | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

পটুয়াখালীতে স্পেশাল ম্যজিস্ট্রেট কোর্ট (পরিবেশ)-এর অভিযানে ২টি ইটভাটা বন্ধসহ ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
গতকাল দিনব্যাপী অভিযানে জেলার সদর থানার শৌলা এলাকার মেসার্স হিমা ব্রিকস ও পৌরসভার টাউন জৈনকাঠীতে মেসার্স এমএন কোং ব্রিকস নামে ২টি ইটভাটায় এ অভিযান পরিচালিত হয়। নিষিদ্ধ এলাকায় মেসার্স হিমা ব্রিকস্ অনুমোদনহীন ভাবে ইট প্রস্তুতের অভিযোগে স্পেশাল ম্যাজিস্ট্রেট কোর্ট এর বিচারক পটুয়াখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ শিহাব উদ্দিন এর নির্দেশে ইটভাটার কার্যক্রম বন্ধ করে সিলগালা করে দেয়া হয়। এসময় ইটভাটার মালিক মো. এনায়েত হোসেন (৫২) আটক করা হয়। সে পটুয়াখালীর জেলার সদর থানার মৃত হোসেন আলী পুত্র। আটককৃতরা দোষ স্বীকার করায় স্পেশাল ম্যাজিস্ট্রেট কোর্ট এর মাধ্যমে ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ৬ ও ৮ ধারা মোতাবেক মোট ৪ লাখ টাকা অর্থন্ডেে দন্ডিত করা হয় এবং ইটভাটার সকল মালামাল বাজেয়াপ্ত ঘোষণা করা হয়। অর্থদন্ডের ৪ লাখ টাকা প্রদান করায় আটককৃত আসামিকে ছেড়ে দেয়া হয়।
এছাড়াও স্পেশাল ম্যাজিস্ট্রেট কোর্ট টাউন জৈনকাঠী (চন্দনবাড়ীয়া) ১নং ওয়ার্ড পৌরসভায় অবস্থিত এমএন কোং ব্রিকস্-এর সত্বাধিকারী মো. সুলতান আহমেদ মৃধা, পলাশ ভবন, পুরাতন বাজার, পটুয়াখালী পৌরসভা এর বিরুদ্ধে সমন ইস্যু করেন। পাশাপাশি উক্ত ইটভাটার কার্যক্রম আদালতের পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন এ ভ্রাম্যমাণ আদালত। এসময় পরিবেশ অধিদফতর, পটুয়াখালী জেলা পুলিশ, র‌্যাব-০৮ ও ফায়ার সার্ভিস, পটুয়াখালী উক্ত স্পেশাল ম্যাজিস্ট্রেট কোর্ট পরিচালনায় সহায়তা করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ