Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পটুয়াখালীতে স্পেশাল ম্যাজিস্ট্রেট কোর্ট (পরিবেশ) এর অভিযানে দুটি ইটভাটা বন্ধ, ৪ লাখ টাকা জরিমানা

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২০, ১১:০১ এএম

পটুয়াখালীতে স্পেশাল ম্যাজিস্ট্রেট কোর্ট (পরিবেশ) এর অভিযানে ২টি ইটভাটা বন্ধ সহ ৪লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

গতকাল দিনব্যাপী অভিযানে জেলার সদর থানার শৌলা এলাকার মেসার্স হিমা ব্রিকস্ ও পৌরসভার টাউন জৈনকাঠীতে মেসার্স এম এন কোং ব্রিকস্ নামে দু’টি ইট ভাটায় এ অভিযান পরিচালিত হয়। নিষিদ্ধ এলাকায় মেসার্স হিমা ব্রিকস্ লাইসেন্স ব্যতীত অনুমোদনহীন ভাবে ইট প্রস্তুতের অভিযোগে স্পেশাল ম্যাজিস্ট্রেট কোর্ট এর বিজ্ঞবিচারক, পটুয়াখালী এর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ শিহাব উদ্দীন এর নির্দেশে উক্ত ইট ভাটার কার্যক্রম বন্ধ করে সিলগালা করে দেওয়া হয়। এ সময় ইট ভাটার মালিক মোঃ এনায়েত হোসেন (৫২), পিতাঃ মৃত হোসেন আলী পন্ডিত, সাং-নতুন বাজার, থানাঃ পটুয়াখালী সদর, জেলাঃ পটুয়াখালীকে আটক করা হয়। দোষ স্বীকার করায় আটককৃতকে উক্ত স্পেশাল ম্যাজিস্ট্রেট কোর্ট এর মাধ্যমে ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রন আইন ২০১৩ (সংশোধন ২০১৯) এর ৬ ও ৮ ধারা মোতাবেক মোট ০৪ লাখ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয় এবং ২০ ধারা মোতাবেক উক্ত ইট ভাটার সকল মালামাল বাজেয়াপ্ত ঘোষনা করা হয়। অর্থদন্ডের ০৪ লক্ষ টাকা প্রদান করায় আটককৃত আসামীকে ছেড়ে দেয়া হয়। এছাড়াও স্পেশাল ম্যাজিস্ট্রেট কোর্ট টাউন জৈনকাঠী (চন্দনবাড়ীয়া) ০১নং ওয়ার্ড পৌরসভায় অবস্থিত মেসার্স এম এন কোং ব্রিকস্ এর সত্বাধিকারী মোঃ সুলতান আহমেদ মৃধা, পিতাঃ মৃত- মোহাম্মদ আলী মৃধা, পলাশ ভবন, পুরাতন বাজার, পটুয়াখালী পৌরসভা এর বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রন আইন ২০১৩ (সংশোধন ২০১৯) এর ৪, ৬ ও ৮ ধারার লংঘনের অপরাধ আমলে নিয়ে সমন ইস্যু করেন। পাশাপাশি উক্ত ইট ভাটার কার্যক্রম আদালতের পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন এ ভ্রাম্যমান আদালত। এ সময় পরিবেশ অধিদপ্তর, পটুয়াখালী; জেলা পুলিশ, পটুয়াখালী; র‌্যাব-০৮ ও ফায়ার সার্ভিস, পটুয়াখালী উক্ত স্পেশাল ম্যাজিস্ট্রেট কোর্ট পরিচালনায় সহায়তা করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ