মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি শহরে বাবা-মাসহ পরিবারের ছয়জনকে গুলি করে হত্যার পর পুলিশের কাছে ধরা দিয়েছেন এক যুবক। স্থানীয় সময় শুক্রবার বেলা পৌনে ১টায় বাডেন-ভুয়ের্তেমবার্গ স্টেটের রট অ্যাম সি শহরের একটি ভবনে এই ঘটনা ঘটে। ফ্রাঙ্কফুর্ট থেকে ১৩৫ কিলোমিটার দক্ষিণপ‚র্বে এই শহর। জার্মানির নাগরিক ২৬ বছরের ওই যুবক একটি সেমি-অটোমেটিক আগ্নেয়াস্ত্র দিয়ে পরিবারের সদস্যদের গুলি করেন বলে স্থানীয় পুলিশ প্রধান রেইনার মোয়েলার জানিয়েছেন। “বাড়ি ও এর পেছনে ছয়জনের লাশ পাওয়া গেছে। তাদের তিনজন পুরুষের বয়স ৩৬, ৬৫ ও ৬৯ এবং তিনজন নারীর বয়স ৩৬, ৫৬ ও ৬২।” এদের মধ্যে দুজন তার বাবা-মা বলে জানান মোয়েলার। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন, তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক। ১২ ও ১৪ বছরের দুই শিশুকে হুমকি দিলেও তাদের শারীরিক আঘাত করা হয়নি বলে জানান পুলিশ কর্মকর্তা মোয়েলার। তিনি বলেন, “কী কারণে এই হত্যাকান্ড ঘটেছে এখনও তা আমরা জানি না। তবে আমাদের ধারণা, এখানে পারিবারিক কোনো বিরোধ কাজ করেছে।”ওই বাড়ির সামনে নিরস্ত্র অবস্থায় ঘাতককে পায় পুলিশ। পরিবারের সদস্যদের বসবাসের পাশাপাশি বাড়িটি পানশালা ছিল বলেও জানিয়েছেন তারা। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।