Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিক্রম ভাটের ওয়েব সিরিজ ‘টুইস্টেড’ ছাড়লেন চাহাত খান্না

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

অভিনেত্রী চাহাত খান্না বিক্রম ভাটের ওয়েব সিরিজ ‘টুইস্টেড’ করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। ২০১৭ ও ২০১৮তে আদি রসাত্মক সিরিজটির দুটি সিজন প্রচারিত হয়েছে। জিয়ো সিনেমাতে তৃতীয় সিজন অচিরেই শুরু হবে। চাহাত তার সিদ্ধান্তের পেছনে যুক্তি বর্ণনা করতে গিয়ে বলেন, “চরিত্রটির যে বৈশিষ্ট্য তার সঙ্গে আমি তাল মেলাতে পারছি না। আমি অনুভব করি আমার আমার ভক্ত আর দর্শক বেশি আছে নেটফ্লিক্স আর অ্যামাজনে, এছাড়া ডেটের সমস্যাও বড় হয়ে দাঁড়িয়েছে। আমি ‘টুইস্টেড’ টিমের সাফল্য কামনা করছি। আমি জানি বিক্রম ভাট একজন ভাল পরিচালক আর ‘টুইস্টেড’-এর জন্য আমার শুভেচ্ছা। বেশ কিছুটা সময় সিরিজটির সঙ্গে ছিলাম, এখন নিজের জন্য অন্য কিছু ভাবার সময় এসেছে বলে আমার মনে হয়। সামনের দিনগুলো খুব ব্যস্ত কাটবে, আমি লাগাতার শুটিংয়ে অংশ নিচ্ছি।” চাহাত খান্নাকে সর্বশেষ দেখা গেছে দেবা কাট্টা পরিচালিত ‘প্রস্থানম’ চলচ্চিত্রে সঞ্জয় দত্ত’র সহাভিনয়ে। আনিস বাজমি’র ‘থ্যাঙ্ক ইউ’ চলচ্চিত্রেও তিনি অভিনয় করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্রম


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ