Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ চলচ্চিত্র ব্যক্তিত্ব শফি বিক্রমপুরীর জন্মদিন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০২১, ১২:০২ এএম

বিশিষ্ট চলচ্চিত্রকার ও রাজনীতিবিদ শফি বিক্রমপুরীর আজ ৭৯তম জন্মদিন। তিনি ১৯৪৩ সালে ৪ জুলাই মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার মত্তগ্রামে এক সম্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৬৪ সালে হলিউডের বিখ্যাত ছবি ফান্টুমাস ও এঞ্জেলিক দিয়ে তিনি চলচ্চিত্র পরিবেশনা শুরু করেন। ১৯৬৫ সালে দক্ষিণাঞ্চলের লোকজ প্রেমকাহিনী অবলম্বনে ‘গুনাই বিবি’ ছবির নির্বাহী প্রযোজক হিসাবে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। ১৯৭২ সালে খ্যাতিমান পরিচালক সুভাষ দত্ত পরিচালিত মুক্তযুদ্ধভিত্তিক ছবি ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’ এবং ১৯৭৯ সালে শহিদুল হক খান পরিচালিত ‘কলমিলতা’ ছবি দু’টি যৌথভাবে প্রযোজনা ও পরিবেশনা করেন। ১৯৭৮ সালে সম্পূর্ণ রঙিন ছবি ‘রাজদুলারী’ ছবির মাধ্যমে পরিচালক হিসেবে তার অভিষেক ঘটে। তার প্রযোজনা ও পরিবেশনায় নির্মিত ফোক ফ্যান্টাসি, জাদুর ছবি ডাকু মনসুর, বাহাদুর ও রাজদুলারী এ তিনটি ছবি পরপর সুপার হিট হওয়ায় চলচ্চিত্রাঙ্গনে চমক সৃষ্টি হয়। এরপর জীবন তৃষ্ণা, মহেশ খালির বাঁকে, বন্দুক, আলাদিন আলিবাবা সিন্দবাদ, সবুজ সাথী, সকাল সন্ধ্যা, মাটির কোলে, তুফান মেইল, মহল, লেডি ইন্সপেক্টর, লেডি কমান্ডো, শশীপুন্নু, শান্তি-অশান্তি, জজসাহেব, দেনমোহর, অবুঝ মনের ভালোবাসাসহ অনেক জনপ্রিয় ছবি তার প্রযোজনা ও পরিচালনায় নির্মিত হয়। এছাড়া দীর্ঘদিন তিনি ঢাকা নারায়নগঞ্জ সিনেমা হল মালিক সমিতির সভাপতি ছিলেন। চলচ্চিত্রাঙ্গনে সুদীর্ঘ ৫৫-৫৬ বছরের পথ চলায় তিনি বিতর্কের উর্ধ্বে থেকে কাজ করেছেন। চলচ্চিত্রে এবং রাজনীতিতে তিনি পরিচ্ছন্ন হিসাবে পরিচিত। বর্তমানে তিনি লেখালেখি ও বিভিন্ন সমাজ সেবা, ধর্মীয় প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তার লেখা ‘আমার দেখা ঢাকার ৭৫ বছর’ নামে একটি গ্রন্থ খুব শিগগির প্রকাশিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শফি বিক্রমপুরীর জন্মদিন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ