Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৫১ দিনের রাজনৈতিক অচলাবস্থার অবসান

শ্রীলঙ্কায় বিক্রমাসিংহ ফিরে পেলেন প্রধানমন্ত্রিত্ব

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০১৮, ১২:০৭ এএম

শ্রীলঙ্কার পদচ্যুত প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে পুনরায় ক্ষমতা ফিরে পেয়েছেন। দেশটিতে টানা ৫১ দিনের রাজনৈতিক অচলাবস্থার পর রোববার তিনি সপদে বহাল হন। এদিকে আদালত-সংসদ-বিরোধীদল এই ত্রিমুখী চাপের মুখে বাধ্য হয়ে শনিবার পদত্যাগ করেন বিতর্কিত প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থিত হন বিক্রমাসিংহে। ক্ষমতাসীন দল দল ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) সংসদ সদস্য হার্শা ডি সিলভা টুইটারে বিক্রমাসিংহের পুনরায় ক্ষমতা গ্রহণের ছবি পোস্ট করেন। বিক্রমাসিংহে পুনরায় ক্ষমতা গ্রহণের মাধ্যমে বিপদে পড়লেন শ্রীলঙ্কান প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। কেননা গত ২৬ অক্টোবর তিনি প্রধানমন্ত্রী পদ থেকে রনিল বিক্রমাসিংহকে বরখাস্ত করে তার মন্ত্রিসভা বিলুপ্ত ঘোষণা করেন। সিরিসেনা ওই দিন রাতেই সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসেকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। এরপরই রাজনৈতিক সংকট শুরু হয় দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায়। পদচ্যুত প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে প্রেসিডেন্টের সিদ্ধান্তের বিরোধিতা করে ক্ষমতা ছেড়ে না দেয়ার ঘোষণা দেন। সিদ্ধান্ত বিরোধিতার মুখে পড়ার পর পার্লামেন্ট ভেঙে দেন প্রেসিডেন্ট সিরিসেনা। গত কয়েক সপ্তাহ ধরে দেশটিতে প্রকৃত অর্থে কোনো সরকার ছিল না। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ