মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের একমাত্র বিমানবাহী রণতরী আইএনএস বিক্রমাদিত্যে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকালে দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। জাহাজের সব কর্মী নিরাপদে রয়েছেন বলে এ বিবৃতিতে জানায় নৌবাহিনীর এক মুখপাত্র। সেখানে বলা হয়, জাহাজের যে অংশে কর্তব্যরত কর্মী ও নাবিকদের থাকার বন্দোবস্ত রয়েছে, সেখান থেকেই সকালে ধোঁয়া নির্গত হতে থাকে। জাহাজের কর্মীদের চেষ্টায় বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। রণতরীটি এখন কর্ণাটকের কারওয়ার বন্দরে রয়েছে বলে জানায় দেশটির সংবাদমাধ্যম। আইএনএস বিক্রমাদিত্যর দৈর্ঘ্য ২৮৪ মিটার ও সর্বোচ্চ ৬০ মিটার চওড়া। তিনটি ফুটবল মাঠ একত্র করলে যতটা দৈর্ঘ্য হবে, জাহাজটি ততটা লম্বা। প্রায় ২০ তলা বিশিষ্ট এই রণতরীতে ২২টি ডেক রয়েছে এবং প্রায় ১৬০০ জন কর্মী বহন করার ক্ষমতা রাখে। যুদ্ধ জাহাজটি ২০১৩ সালে রাশিয়ার কাছ থেকে কিনেছিল ভারত। এর পর সম্রাট বিক্রমাদিত্যের সম্মানে নামকরণ করা হয়। কিয়েভ শ্রেণির বিমানবাহী রণতরীটি আধুনিকীকরণের পর ভারতের হাতে তুলে দেওয়া হয়েছিল। সংবাদ প্রতিদিন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।