Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘বিক্রমপুর ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থদের চাল বিতরণ

| প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

বিক্রমপুর ফাউন্ডেশন -এর উদ্যোগে গত শনিবার মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় সহাশ্রাধিক দুস্থ অসহায় গরিব মানুষের মধ্যে ২৫ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে। ফাউন্ডেশনের সভাপতি ও আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান এম.এম. এনামুল হকের নের্তৃত্বে অন্যান্য কর্মকর্তারা লৌহজ্যং উপজেলার মাওয়া, কান্দিপাড়া, যশালদিয়া, পয়সা, ডহরি কলমা, শ্রীনগর উপজেলার কলেজগেইট, কামাড়গাঁও, টংগিবাড়ী উপজেলার আরিয়াল ও মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভা, বিদাবী বাজার ও ধলাগাঁও কেন্দ্রে দিনব্যাপী এই চাল বিতরণ করা হয়।
এ সময় সিনিয়র সহ সভাপতি গ্রুপ ক্যাপ্টেন (অব.) কে এম নজিব, সহ সভাপতি ও মুক্তিযোদ্ধা শহিদুর রহমান লাল, সাধারন সম্পাদক ও ইসলামি ব্যাংকের পরিচালক মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন, কোষাধক্ষ শেখ মো. বাকির, সাংগঠনিক সম্পাদক ও চারণ সমাজ সেবক আব্দুর জলিল বিক্রমপুরী, দপ্তর সম্পাদক মো. আবুল কাশেন খান খোকন, খলিল শিকদার, গাজী আবু সাঈদ, দেওয়ান মাহফুজুর রহমান ফরহাদ, সিরাজুল ইসলাম খানসহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। আগামী নভেম্বর মাসে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প এবং ডিসেম্বর মাসে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের কর্মসূচি গ্রহণ করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ