প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিএনপির সিনিয়র কেন্দ্রীয় নেতা খ্যাতিমান চলচ্চিত্রকার শফি বিক্রমপুরী এবার ঢাকা -৬ (সুত্রাপুর-কতোয়ালি) আসন থেকে নির্বাচন করতে চান। তিনি গতকাল মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এর আগে তিনি ১৯৭৯ সালে প্রথম মুন্সীগঞ্জ-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি নির্বাচন করেছেন। এরপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আহবানে এবং ডা. বদরুদ্দোজা চৌধুরীর সহযোগিতায় ১৯৭৯ সালেই বিএনপিতে যোগদান করেন। এবার মুন্সীগঞ্জ থেকে প্রার্থী না হয়ে ঢাকা থেকে কেন হচ্ছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশিষ্ট রাজনীতিবিদ শাহ মোয়াজ্জেম হোসেনের প্রতি শ্রদ্ধাবোধ থেকে আমি মুন্সীগঞ্জে প্রার্থী হইনি। তিনি আমাকে মুন্সীগঞ্জ থেকে নির্বাচন করার প্রস্তাব দিয়েছিলেন। আমি তখন বলেছি আপনার মত নেতা থাকতে আমি সেখানে মনোনয়ন চাইতে পারিনা। আপনি আমাদের সিনিয়র নেতা এবং সম্মনিত ব্যক্তি। আপনি ১৯৫২ সালে নবম শ্রেনীর ছাত্র থাকা অবস্থায় রাজপথে রাষ্ট্র ভাষা বাংলা চাই স্লোগান দিয়ে জেল খেটেছেন। জীবনের সোনালী সময়ের ১৯/২০ বিশ বছর আপনার জেলে অতিবাহিত হয়েছে। মুক্তিযুদ্ধের সময় আপনি বাংলাদেশের অস্থায়ী সরকারের পক্ষে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পরামর্শ ও সহায়তায় ভারতীয় পার্লামেন্টে ২ঘন্টা ইংরেজীতে বক্তব্য রেখেছেন। মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন আদায়ে সে বক্তব্য রেখেছেন। তাই আমি চাই নির্বাচন আপনিই করবেন। আর ঢাকা হলো আমার স্বপ্নের শহর। ঢাকা আমার শৈশবের শহর, আমার কৈশোরের শহর, আমার যৌবনের শহর এবং আমার জীবন সায়াহ্নের শহর। এই শহরে পঞ্চাশ-ষাট দশকে শেরে বাংলা এ কে ফজলুল হক, সোহেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা আবদুল হামিদ খান ভাষানী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো জাতীয় নেতাদের অতি কাছ থেকে দেখেছি এবং তাদের মূল্যবান বক্তব্য শুনেছি, অনেক কিছু শিখেছি। তাই এ শহরকে আমি ভালোবাসি এবং সুন্দর ভাবে সাজাতে চাই। আশা করি ঢাকাবাসী আমাকে সে সুযোগ দেবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।