Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কালীগঞ্জে দুই ইট ভাটায় ৭ লাখ টাকা জরিমানা

কালীগঞ্জ (ঝিনাইদহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০২০, ৫:২৪ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জে দু’টি ইটভাটায় অভিযান চালিয়ে সাত লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত এ অভিযান পরিচালনা করেন। উপজেলার পিরোজপুর এলাকার জেকে ব্রিকসের মালিক জয়নাল আবেদীন ও বারোবাজার এলাকার ওয়াদুদ ইসলামকে এ জরিমানা করা হয়। এ সময় পিরোজপুর এলাকার জেকে ইটভাটার টিনের চিমনী ভেঙে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা, জ্বালানি কাঠ ব্যবহার ও টিনের চিমনী ব্যবহার করায় পিরোজপুর ও বারবাজার এলাকার দু’টি ভাটা মালিককে সাত লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় ভাটাই ব্যবহৃত টিনের তৈরি চিমনি ভেঙ্গে দেওয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ