Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

দেশের বিভিন্ন স্থানে গতকাল সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চট্টগ্রাম, ফটিকছড়ি, মৌলভীবাজার, বিরল ও কোম্পানীগঞ্জে একজন করে।

চট্টগ্রাম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় সাইকেল আরোহী নবম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মহাসড়কের পটিয়া আমজুরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মোছাদ্দেক ফয়েজ অপু (১৫) পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়নের ইয়াকুবদণ্ডী গ্রামের মোরশেদ আলমের ছেলে।

নোয়াখালী : কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আহত কলেজ ছাত্র রাশেদুল হাসান শাকিল (২৩) মৃত্যুবরণ করেছেন। গতকাল ভোরে কুমিল্লার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত রাশেদুল হাসান শাকিল চরকাঁকড়া ৫নং ওয়ার্ডের আবুল বাশারের ছেলে। সে লক্ষ্মীপুর পলিটেকনিকেলের ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে মোটরসাইকেল যোগে বাড়ী ফিরছিলো শাকিল। পথে চরকাঁকড়া ইউনিয়নের কলাবাগান এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে ধুমড়ে মুছড়ে যায় এতে সে গুরুত্বর আহত হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অবস্থার অবনতি হলে ঢাকা নেওয়ার পথে কুমিল্লার একটি হাসপাতালে ভর্তি করলে সেখানে তার মৃত্যু হয়।

মৌলভীবাজার : মৌলভীবাজার সদর উপজেলার মৌলভীবাজার-সিলেট সড়কের থানাবাজার এলাকায় গতকাল রাস্তা পারাপারের সময় দ্রুতগামি একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই এক মহিলা নিহত হয়েছেন। নিহত হোছনা বেগম (৪০) গয়গড় এলাকার মৃত খুরশেদ উল্যার মেয়ে।

বিরল (দিনাজপুর) : দিনাজপুরের বিরলে গতকাল সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। মোটরসাইকেল ও মিনিবাস এর মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। সংঘর্ষে দিনাজপুর সদরের মুন্সিপাড়া মহল্লার মৃত নাজমুল হোসেন এর পুত্র জহরুল ইসলাম রিংকু (৪২) গুরুতর জখম হলে পথচারীরা তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে নিয়ে যায়। দিমেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ফটিকছড়ি : ফটিকছড়ির নানুপুরে গতকাল চাঁন্দের গাড়ীর চাকায় পিষ্ট হয়ে রাজেদুল ইসলাম (৬) নামে এক মাদরাসা শিক্ষার্থী শিশু নিহত হয়েছে। সে নানুপুর ইউপির মাইজভান্ডার আমতলীস্থ হাসমত উল্লাহ বাড়ীর ব্যাংকার মোর্শেদুল আলমের ২য় পুত্র বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ