Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাটকেলঘাটা পল্লী বিদ্যুতের গাফিলতিতে পরিচ্ছন্ন কর্মীর বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২০, ১:০৫ পিএম

সাতক্ষীরার পাটকেলঘাটা থানা এলাকায় পল্লী বিদ্যুতের সংযোগ পরিষ্কারকালে বিদ্যুতস্পৃষ্ট হয়ে পরিচ্ছন্নকর্মী ফারুক মোড়লের মৃত্যু হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে থানার পুটিখালি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফারুক মোড়ল (২৫) পাটকেলঘাটা থানার লালচন্দ্রপুর গ্রামের বুধো মোড়লের ছেলে।

স্থানীয় বাসিন্দা আব্দুল মতিন জানান, বিদ্যুত সংযোগ পরিষ্কার করছিল পল্লী বিদ্যুতের কর্মী ফারুক মোড়ল। এ সময় বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন থাকার কথা থাকলেও বিদ্যুত বিভাগ সংযোগ বিচ্ছিন্ন করেনি। যার কারণে ফারুক মোড়ল বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান। তার শরীরের অর্ধেক অংশ পুড়ে গেছে।

ঘটনার বিষয়ে সাতক্ষীরা পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার সন্তোষ কুমার সাহা বলেন, ওই সময় বিদ্যুত সংযোগ ছিল না। কিভাবে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেল এ বিষয়ে তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলতে পারবো।

বিদ্যুত সংযোগ না থাকলে বিদ্যুতস্পৃষ্ট হল কিভাবে এমন প্রশ্নে তিনি বলেন, এই মুহূর্তে বিস্তারিত বলতে পারবো না।

এ বিষয়ে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদ মোর্শেদ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বিদ্যুতকর্মী নিহত হওয়ার ঘটনাটি শুনেছি। বিস্তারিত বিদ্যুত বিভাগের কর্তৃপক্ষ বলতে পারবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ