রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আগুন পোহাতে গিয়ে আসমতি বেওয়া (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গত সোমবার ভোর থেকে জেলায় কনকনে শৈত্যপ্রবাহ শুরু হয়। শীত নিবারণের জন্য এ বৃদ্ধা আগুন পোহাতে ছিল। সোমবার সকালে বালিয়াডাঙ্গী উপজেলার ফুলতলা অগ্নিদগ্ধ হওয়ার ঘটনা ঘটলে ঐদিনই দুপুরে বৃদ্ধা মৃত্যু হয়। নিহত বৃদ্ধা ওই এলাকার রওশন আলীর স্ত্রী।
বৃদ্ধার ছেলে জয়নাল আবেদিন জানান, সকালে প্রচন্ড শীত নিবারণের জন্য আগুন পোহাতে গিয়ে দগ্ধ হন মা। পরে তাকে রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিলে ডাক্তার তাকে ফিরিয়ে দেন। শরীরের বেশিরভাগ অংশ জ্বলে যাওয়ার কারণে তিনি ঢাকাতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে বাড়িতে নিয়ে আসার সময় বেলা ৩ টার দিকে তিনি বহনকারী অ্যাম্বুলেন্সেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। গত সোমবার রাত ১০ টায় জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।