Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৌন্দর্যবর্ধন কাজ উদ্বোধন করলেন -আ জ ম নাছির

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন সৌন্দর্য ও পরিপাটি পরিবেশ রক্ষায় এলাকাবাসিকে সচেতন হওয়ার আহŸান জানিয়ে বলেছেন, এ এলাকা আপনাদের। এর পরিবেশ ধরে রাখার দায়িত্বও আপনাদের। আপনাদের প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।
গত রোববার নগরীর দক্ষিণ খুলশীতে সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধনকালে মেয়র একথা বলেন।
মেয়র নাছির বলেন, সৌন্দর্যবর্ধনের ফলে পথচারীরা ফুলের সৌন্দর্য উপভোগের পাশাপাশি সবুজ নগরী গড়তে নগরবাসীকে অনুপ্রাণিত করবে। তিনি বলেন, সবুজায়ন, পরিচ্ছন্ন শহর কে না ভালোবাসে। পরিচ্ছন্ন ও সবুজায়নে আচ্ছাদিত শহর দেখলে আমরা সবাই মুগ্ধ হই। আনন্দিত হই। এ ধরনের শহরের প্রতি থাকে সকলের ভালোবাসা। সময় পেলে আমরা সবাই ছুটে আসি সেই শহরটিতে।
এ সময় কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরন, আবিদা আজাদ, প্রধান নগর পরিকল্পনাবিদ এ কে এম রেজাউল করিম, মিডিয়া ট্রেন্ডস্ এর ব্যবস্থাপনা পরিচালক ফয়সল জিয়া, সিইইউ তৌহিদুল ইসলাম প্রমুখ।
শীতবস্ত্র বিতরণ : নগরীর দেওয়ানবাজার ওয়ার্ডের অস্বচ্ছল হতদরিদ্র মানুষের মাঝে গতকাল শীতবস্ত্র বিতরণ করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। দেওয়ানবাজার ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম, আওয়ামী লীগ নেতা আবু তৈয়ব সিদ্দিকী, সুফিয়ান সিদ্দিকী প্রমুখ।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আ জ ম নাছির

১ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ