বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হলে প্রত্যেক শিক্ষার্থীর সুশৃঙ্খলা জীবন যাপন করার ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেন, স্কুলজীবনে একজন শিক্ষার্থীকে ভাল-মন্দের পার্থক্য বুঝার বিষয়টি যুক্তি সহকারে উপলব্ধি করাতে পারলে তারা দেশের আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে।
তিনি গতকাল (শনিবার) চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। কাউন্সিলর জহর লাল হাজারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, আনজুমান আরা বেগম, পরিচালনা পর্ষদের সদস্য শেখ মুজিবুর রহমান ও ইসরাত ফারহানা বিশেষ অতিথির বক্তব্য রাখেন। এতে স্বাগত বক্তব্য রাখেন চসিক মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহেদুল কবির চৌধুরী।
মেয়র আরো বলেন, আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। দেশ ও জাতির প্রয়োজনে আদর্শ নাগরিক হিসেবে দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করার মানসিকতা তৈরি হবে এটাই আমরা প্রত্যাশা করি। পরে মেয়র বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।