Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সীমান্তে উড়ছিল ৬টি এফ-৩৫

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

ইরানের রাজধানী তেহরানে ইউক্রেনের বিমান বিধ্বস্ত হওয়ার সময় অন্তত ৬টি মার্কিন এফ-৩৫ জঙ্গিবিমান ইরান সীমান্তে উড়ছিল বলে জানিয়েছে রাশিয়া। সম্প্রতি মস্কোয় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বার্ষিক সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যে এ তথ্য জানান। এ সময় তিনি আরও বলেন, এখন পর্যন্ত আমার কাছে ওই ঘটনার সময় অন্তত ৬টি মার্কিন জঙ্গিবিমান ইরান সীমান্তে উড়ার গোয়েন্দা তথ্য রয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তেহরানের ঘনিষ্ঠ মিত্র রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের দেয়া বক্তব্য ইরানের সশস্ত্র বাহিনীর বিবৃতিকেই পরোক্ষভাবে সমর্থন করছে। কেননা, ইরানি সশস্ত্র বাহিনী জানিয়েছে, ইরানের চারপাশে মার্কিন জঙ্গিবিমানের আনাগোনা বাড়ায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থায় ছিল। এমতাবস্থায় ইউক্রেনীয় ওই যাত্রীবাহী বিমানটি স্পর্শকাতর একটি স্থাপনার আকাশে চলে আসায় ভুলবশত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে সেটি ভ‚পাতিত করা হয়। প্রসঙ্গত, গত ৩ জানুয়ারি ইরানের প্রভাবশালী কমান্ডার জেনারেল কাশেম সোলায়মানিকে ইরাকের বাগদাদের একটি বিমানবন্দরের কাছে ড্রোন হামলা চালিয়ে হত্যা করে মার্কিন বাহিনী। আরটি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ