মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাজকীয় পদ ও উপাধি ছাড়লেও নিজেকে এখনও রাজপরিবারের সদস্যই মনে করছেন প্রিন্স হ্যারি। জানিয়েছেন, পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন না তিনি। রবিবার সন্ধ্যায় লন্ডনের এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় হ্যারি দাবি করেছেন, বিশ্বাসের ওপর ভর’ করে রাজপরিবারের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। এছাড়া তার ‘সত্যি আর কোনও উপায় ছিল না। নানান ধারার টানাপোড়েনের পরও নিজেদের সিদ্ধান্তে অনড় থেকে রাজকীয় পদ ছেড়েছিলেন ব্রিটেনের প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী মেগান মার্কেল। শনিবার রাজকীয় উপাধিটুকু ছাড়েন তারা। বাকিংহাম প্যালেস থেকে দেওয়া বিবৃতিতে রানি এলিজাবেথ জানিয়েছেন, এখন থেকে ডিউক অ্যান্ড ডাচেস অফ সাসেক্সের আগে ‘রাজকীয়’, ‘মাননীয়’- এই সম্মানস‚চক শব্দগুলি আর ব্যবহৃত হবে না। একেবারে সাধারণ ব্রিটিশ পরিচয় নিয়ে থাকতে হবে তাদের। রবিবার আফ্রিকার এইচআইভি আক্রান্ত শিশুদের জন্য প্রিন্স হ্যারির দাতব্য প্রতিষ্ঠানের এক তহবিল সংগ্রহের অনুষ্ঠানে বক্তৃতা দেন হ্যারি। জানান, তিনি এবং মেগান রানি ও রাজপরিবারের প্রতি দায়িত্ব পালন করে যেতে চেয়েছিলেন, কিন্তু সেজন্য কোন সরকারি অর্থ বরাদ্দ নিতে চাননি। হ্যারি বলেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে, সেটা সম্ভব ছিল না।’ হ্যারি স্পষ্ট করেছেন, তিনি এবং মেগান ‹রাজপরিবার থেকে বেরিয়ে যাচ্ছেন না। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।