Inqilab Logo

সোমবার, ১০ জুন ২০২৪, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ যিলহজ ১৪৪৫ হিজরী

ইরানে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ নিষিদ্ধ!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২০, ১১:২৭ এএম

ইরানের ভেতরে কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) এক বিবৃতিতে জানানো হয়েছে, এশীয় ফুটবল কনফেডারেশনের (এএফসি) কাছ থেকে তারা একটি চিঠি পেয়েছে। ইরানি দলের আয়োজিত এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচগুলো কোনো নিরপেক্ষ দেশে আয়োজন করতে সিদ্ধান্ত ঘোষিত হয়েছে।
ইরানি ফুটবল ফেডারেশন আরও জানায়, পরিস্থিতির সমাধানে তাৎক্ষণিকভাবে একটি বৈঠক করা হয়েছে। এছাড়া টুর্নামেন্টে ইরানকে প্রতিনিধিত্ব করা চারটি ক্লাবের ব্যবস্থাপক শনিবার আলোচনা করবেন। দল চারটি হচ্ছে, পারসাপোলিস, ইশতাকলাল, সেফাহান ও সাহরি খুদরু।
দেশটির ফুটবল ফেডারেশন বলছে, ইরানের ক্লাবগুলোর চূড়ান্ত সিদ্ধান্ত আসছে দিনগুলোতে ঘোষণা করা হবে। তবে কেন নিষিদ্ধ করা হয়েছে, সেই কারণ বর্ণনা করা হয়নি।
ফেডারেশনের মুখপাত্র আমির মেহদি আলভি বলেন, বিদেশি দলকে আমন্ত্রণ জানাতে ইরান প্রস্তুত রয়েছে। এএফসির ম্যাচগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে তারা দৃঢ়প্রতিজ্ঞ।
তিনি বলেন, বিদেশি দলগুলোর খেলার আয়োজনে আমাদের পূর্ণ প্রস্তুতি রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে তা আমরা প্রমাণ করেছি। তেহরানে এএফসি চ্যাম্পিয়নস লিগের চূড়ান্ত ম্যাচগুলোর আয়োজনে গত বছর আভাস দিয়েছিলেন তিনি।
ভুলবশত ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিমান বিধ্বস্তের সঙ্গে এএফসির এমন সিদ্ধান্তের কোনো সম্পর্ক রয়েছে কিনা, তা পরিষ্কার হওয়া যায়নি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ