মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গত ১৩ বছর ধরে মিথ্যা বলায় দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির উপস্থাপক গেল্লারে জাব্বারি। তিনি কাজও ছেড়ে দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি লেখেন, ‘দেশবাসীকে হত্যা করা হয়েছে, এটি আমার জন্য বিশ্বাস করা অত্যন্ত কঠিন। আমাকে ক্ষমা করবেন, আমি এত দেরিতে জেনেছি এবং ১৩ বছর ধরে মিথ্যা বলেছি, এ জন্য ক্ষমা করবেন।’
তার সাথে কাজ ছেড়েছেন আইআরআইবি’র আরেক উপস্থাপক জাহরা খাতামি। তিনি লেখেন, ‘আজকের দিন পর্যন্ত উপস্থাপক হিসেবে আমাকে গ্রহণ করায় আপনাদের ধন্যবাদ। আমি টিভির চাকরিতে আর কোনো দিন ফিরব না। আমাকে ক্ষমা করবেন।’
তেহরানের আকাশে ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমানকে মাত্র ১০ সেকেন্ডের সিদ্ধান্তে ভুল করে ভ‚পাতিত করার কথা ইরান প্রথমে অস্বীকার করে। পরে আবার চাপে পড়ে স্বীকার করার পরপরই দেশটির বিভিন্ন স্থানে গত শনিবার থেকে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। সরকারের বিরুদ্ধে ওঠা আস্থার সঙ্কটকে কেন্দ্র করেই ইস্তফা দিলেন রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের দুই উপস্থাপক।
তৃতীয় আরেক উপস্থাপক বলেছেন, তিনি বেশ কিছু সময় আগে কাজ ছেড়ে দিয়েছেন একই কারণে, অর্থাৎ ১৩ বছর ধরে সরকারের পক্ষে মিথ্যা বলেছেন বলে। জাহরা খাতামির সহকর্মী সাবা রাড বলেন, ‘রেডিও ও টেলিভিশনে ২১ বছর ধরে কাজ করার পর আমি বলছি, গণমাধ্যমে আমার পক্ষে কাজ করা সম্ভব নয়। আমি পারব না।’
তেহরানভিত্তিক অ্যাসোসিয়েশন অব ইরানিয়ান জার্নালিস্টস এক বিবৃতিতে বলেছে, যাত্রবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় সরকারের প্রতি জনগণের আস্থার সঙ্কট তৈরি হয়েছে। সূত্র : দ্য গার্ডিয়ান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।