Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলাপাড়ায় ১১ ব্যবসায়ীকে জরিমানা

কল | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২০, ৫:২৩ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় ফুটপাত দখল করে জন সাধারনের চলাচলে বিঘœ সৃষ্টি করার দায়ে ১১ ব্যাসায়ীকে ৪২, ৬০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে শেখ কামাল সেতুর নিচে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনুপ দাশ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করে।
ভ্রাম্যমান আদালতের বেঞ্চ সহকারী নজরুল ইসলাম জানান, পৌরশহরের শেখ কামাল সেতুর নিচের সড়কে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে ফল ব্যবসায়ী আবুল কালামকে ৫,০০০, হাসান সিকদারকে ৫,০০০, রাসেল মোল্লাকে ৫,০০০, শাহালম সিকদারকে ৫,০০০, মুদি ব্যবসায়ী ফোরকানকে ৬০০, পোলট্রি খাবার ব্যবসায়ী সোয়েব মোল্লাকে ৫০০, মেশিনারী যন্ত্রাংশ ব্যবসায়ী সাইদুর রহমানকে ২,০০০, লন্ড্রী ব্যবসায়ী অপু দাসকে ৫০০, মেশিনারী যন্ত্রাংশ ব্যবসায়ী জাকির সিকদারকে ১,০০০, ইমাম হোসেন মৃধাকে ৮,০০০ এবং রফিকুল ইসলাম মৃধাকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়। এসময় কলাপাড়া থানা পুলিশের একটি দল ভ্রাম্যমান আদালতকে সহায়তা করে।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনুপ দাশ জানান, সরকারী সড়ক দখল করে গন উপদ্রব সৃষ্টির দায়ে বাংলাদেশ দন্ডবিধি আইনের ১৮৬০ এর ২৯১ ধারা অনুযায়ী অভিযুক্ত ১১ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ