বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সুনামগঞ্জ জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার শহরের একটি অভিজাত কমিউনিটি সেন্টারের মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি মাওলানা আব্দুল আহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মুহাম্মদ আহসান উল্লাহ। সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মঈনুল ইসলামের পরিচালনায় সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন, সংগঠনের মহাসচিব মাওলানা অধ্যক্ষ শাব্বির আহমদ মোমতাজী।
অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, অধ্যক্ষ মাওলানা এ কে এম মনোয়ার আলী, অধ্যক্ষ মাওলানা নোমান আহমদ, অধ্যক্ষ মাওলানা সরওয়ার জাহান, উপাধ্যক্ষ মাওলানা আবু সালেহ মোহাম্মদ কুতুবুল আলম, অধ্যক্ষ আবু নছর ইব্রাহিম, অধ্যক্ষ মাওলানা নূর উদ্দিন, অধ্যক্ষ আবু বক্কর, সুপার মাওলানা ফারুক আহমদ, প্রভাষক কাজী আমিন আত তাফহিম প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।