পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজারসহ দেশের যেসকল জেলা-উপজেলা বন্যার পানিতে প্লাবিত এলাকার মানুষের জন্য আল্লাহর রহমত কামনা করেছে দেশের মাদরাসা শিক্ষক-কর্মচারীদের পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন।
একই সাথে বন্যাকবলিতদের মাঝে যারা স্বজন হারিয়েছেন, ঘর-বাড়িসহ মূল্যবান সম্পদ নষ্ট হয়েছে তাদের প্রতি সমবেদনা জানিয়ে সংগঠনের সভাপতি আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন ও মহাসচিব প্রিন্সিপাল শাব্বীর আহমদ মোমতাজী এক বিবৃতিতে বলেন, আল্লাহ রব্বুল আলামীন বিভিন্ন সময়ে মানুষকে বিপদাপদ, বালা-মুছিবতের মাধ্যমে পরীক্ষা করে থাকেন। চলমান দুর্যোগে ধৈর্য্যহারা না হয়ে বরং ধৈর্য্যধারণ করে আল্লাহর সহযোগিতা কামনা করতে হবে। একই সাথে সংগঠনের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দসহ দেশের সকল মাদরাসা শিক্ষক-কর্মচারী ও বিত্তবান নাগরিকদের চলমান বন্যায় ক্ষতিগ্রস্থদের সহযোগিতায় এগিয়ে আসার জন্য নেতৃবৃন্দ উদাত্ত আহ্বান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।