Inqilab Logo

সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১, ০৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

জাতীয় শোক দিবসে জমিয়াতুল মোদার্রেছীনের মিলাদ ও দোয়া

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকীতে দেশের মাদরাসা শিক্ষক-কর্মচারীদের বৃহত্তর পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন মিলাদ ও দোয়ার আয়োজন করে। গতকাল মহাখালীস্থ মসজিদে গাউছুল আজমে বাদ মাগরিব পূর্ব ঘোষণা অনুয়ায়ী তাসবীহ্-তাহ্লীলের পরে সমাগত মুসল্লিদের নিয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় ১৯৭৫-এর ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, শেখ রাসেলসহ যেসকল ব্যক্তিবর্গ শাহাদাৎ বরণ করেছিলেন সকলের রূহের মাগফিরাত কামনা করে আল্লাহর দরবারে দোয়া করা হয়।
বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, এসময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বঙ্গবন্ধু পরিবারের যারা বেঁচে আছেন সকলের সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করে দোয়া করা হয়। মিলাদ ও দোয়া অনুষ্ঠানে জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব প্রিন্সিপাল শাব্বীর আহমদ মোমতাজী, মসজিদে গাউছুল আজমের খতীব, ইমামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় শোক দিবসে জমিয়াতুল মোদার্রেছীনের মিলাদ ও দোয়া
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ