রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চট্টগ্রামের আনোয়ারায় চেকাপে এসে বন্দর এলাকায় কাফকো সেন্টারের মহালখান বাজারে অবসরপ্রাপ্ত পরিবার পরিকল্পনার মাঠকর্মী সেলিনা আকতার (৬৫) নামে এক ভুয়া ডাক্তারের কাছে প্রাণ হারালেন উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের খুরস্কুল এলাকার ফারুক আহমদের স্ত্রী চার মাসের অন্তঃসত্বা মোছাম্মৎ ছালিমা আকতার (৩১)। গত বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পুলিশের সামনে ২ লাখ টাকায় সমঝোতাও হয়। এ ঘটনায় পুলিশের নিরব ভূমিকায় এলাকার ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা যায়, গত বুধবার বিকালে স্থানীয় ছিরাবটতলীর আসাদ মেম্বারের বাড়ির মৃত মো. শেয়ার আলীর মেয়ে ২ সন্তানের জননী ছলিমা আকতার (৩১) বাবার বাড়ি বেড়াতে এসে ছোট ভাই মো. শাহজানের সাথে চেকাপের জন্য সেলিনার চেম্বারে আসে। সেখানে অপচিকিৎসায় তার মৃত্যু হয়।
মৃত ছলিমার ছোট ভাই মো. শাহজাহান (২৫) বলেন, তার বড় বোন ছলিমা ৪ মাসের অন্তঃসত্বা। বিকালে বোনকে নিয়ে ডা. সেলিনার কাছে আসি। ডাক্তার সেলিনা আমার বোনের পেট ধরে বলে ছলিমার পেঠে মরা বাচ্চা রয়েছে। ওয়াস করে বাচ্চা বের করতে হলে ১০ হাজার টাকা দিতে হবে। কোনো ধরণের পরীক্ষা ছাড়া সাড়ে ৩ হাজার টাকায় মরাবাচ্চা গর্ভপাত করানোর সিদ্ধান্ত হয়। এরপর তাকে ইনজেকশন প্রয়োগ করে গর্ভপাত করাতে গেলে তার বোন ছলিমা আকতারের মৃত্যু হয়। তিনি আরও জানান, ঘটনাটি ধামাচাপা দিতে সেলিনা উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বোলেন্স ডেকে তার লাশ গাড়িতে উঠিয়ে দিতে গেলে আমরা বুঝতে পারি আমার বোন মারা গেছে। বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ আলম সুমন বলেন, চিকিৎসা নিতে এসে চার মাসের অন্তঃসত্ত¡ার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে আমরা নিশ্চিত হয়েছি। কিন্তু মৃত ব্যক্তির পরিবার থেকে এ ব্যাপারে অভিযোগ না দিলে আমাদের আইনি ব্যবস্থা নেয়ার সুযোগ নেই।
অভিযুক্ত ভুয়া ডাক্তার সেলিনা ঘটনার সততা স্বীকার করে তিনি ডাক্তার নয় বলে জানিয়ে দ্রæত সাংবাদিকদের পরিচয় পেয়ে ঘরের দরজা বন্ধ করে দেন। এর পূর্বেও ভুয়া ডাক্তার সেলিনার হাতে আরও ৩ জনের মৃত্যুর অভিযোগ রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।