Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরাকে মার্কিন দূতাবাসের কাছে আবারো রকেট হামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২০, ১১:৫৮ এএম | আপডেট : ৪:৩৬ পিএম, ৯ জানুয়ারি, ২০২০

বাগদাদের গ্রিন জোনের বা উচ্চ নিরাপত্তা বলয়ের ভেতরে আবারো রকেট হামলা হয়েছে। দুটি রকেটের মাধ্যমে এই হামলা করা হয়, যার একটি মার্কিন দূতাবাসের কাছে বিস্ফোরিত হয়। তবে বুধবারের এ রকেট হামলায় কেউ হতাহত হয়নি বলে ইরাকের সামরিক বাহিনীর বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইরাকের রাজধানী বাগদাদের কেন্দ্রে অবস্থিত গ্রিন জোনে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়, পার্লামেন্ট, যুক্তরাষ্ট্রের দূতাবাসসহ আরও বেশ কয়েকটি প্রভাবশালী দেশের দূতাবাস রয়েছে। বুধবার রকেট হামলার সময় গ্রিন জোনের ভেতরে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। দুটি রকেটের মধ্যে অন্তত একটি মার্কিন দূতাবাসের ১০০ মিটারের মধ্যে আঘাত হানে বলে জানিয়েছে রয়টার্স।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার মধ্যরাতে বিকট শব্দে দুটি রকেট হামলা চালানো হয়। ইরাকে দুটি মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা চালানোর ২৪ ঘণ্টার মধ্যেই বাগদাদে এই রকেট হামলা হলো।

এদিকে হামলার পর এক বিবৃতিতে ইরাকের নিরাপত্তা বাহিনী বলেছে,‘দুটি কাতিউশা রকেট বাগদাদের গ্রিন জোনের ভেতরে এসে পড়ে, তবে এতে কেউ হতাহত হয়নি।’

রয়টার্সের প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানিয়েছেন, সাইরেন বাজার পরপরই বাগদাদে দুটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে কোনো পক্ষ হামলার দায় স্বীকার করেনি। অবশ্য এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি হোয়াইট হাউস কিংবা পেন্টাগন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ