নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
শহীদ আহসান উল্লাহ মাস্টার জাতীয় চ্যাম্পিয়নশিপের শুরুতেই চমক দেখালো বাংলাদেশ উশু ফেডারেশন। টুর্নামেন্টে খেলোয়াড়রা যাতে সঠিক সিদ্ধান্ত পান তার জন্য বিচারক হিসেবে বিদেশী জাজ এনেছে তারা। নেপালের জাজ প্রকাশ লামা এবারের জাতীয় উশু চ্যাম্পিয়নশিপে বিচারকের দায়িত্ব পালন করছেন। এছাড়া নেপাল উশু ফেডারেশনের সভাপতি বীর বাহাদুর তামাং ও সাধারণ সম্পাদক শেরিং লামা পর্যবেক্ষক হিসেবে ঢাকায় এসেছেন। বুধবার মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে চার দিনব্যাপী শহীদ আহসান উল্লাহ মাস্টার ১৪তম জাতীয় উশু চ্যাম্পিয়নশিপের খেলা। এদিন বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, এমপি। উশু ফেডারেশনের সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চায়না- বাংলা সিরামিকের ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল ইসলাম মোল্লা এবং ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন। এবারের জাতীয় উশু চ্যাম্পিয়নশিপে পুরুষ ১৬ ও নারীদের ১৪ ওজন শ্রেণীতে মোট ২৯টি দলের পাঁচশ’ উশুকা অংশ নিচ্ছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।