Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমরা যুদ্ধ চাই না : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২০, ১১:৫৯ এএম

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিভ বলেছেন, তেহরান যুদ্ধ বা উত্তেজনা বাড়াতে চায় না। ইরাকে মার্কিন ঘাঁটিতে এক ঘণ্টার ব্যবধানে দুই দফা হামলা চালানোর পর এমন মন্তব্য করেছেন ইরানের এই পররাষ্ট্রমন্ত্রী।

জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, ইরান আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে এবং তা শেষও করেছে। শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর অভিজাত কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যা করা হয়।
ওই হত্যাকান্ডকে কাপুরুষোচিত সশস্ত্র হামলা বলে উল্লেখ করে ইরান বলেছে, তারা তাদের নাগরিক এবং শীর্ষ কর্মকর্তাদের ওপর হামলার ঘটনার জবাব দিতেই ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। ক্ষেপণাস্ত্র হামলাকে যুক্তরাষ্ট্রের হামলার জবাব বলে উল্লেখ করেছে তেহরান।

জাভেদ জারিফ এক বিবৃতিতে বলেন, আমরা যুদ্ধ চাই না বা কোনো ধরনের উত্তেজনা বৃদ্ধি করতে চাই না। তবে আমাদের বিরুদ্ধে যে কোনো ধরনের আগ্রাসন থেকে নিজেদের রক্ষা করব আমরা।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পর দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি মনে করা হতো জেনারেল সোলেইমানিকে। তিনি ইরানের জনগণের কাছে খুব জনপ্রিয় ছিলেন। তার মৃত্যুতে ইরানিরা আগের চেয়ে আরও বেশি ঐক্যবদ্ধ হয়েছে।

সর্বোচ্চ নেতা খামেনি তার ঘনিষ্ঠ জেনারেল সোলেইমানির মৃত্যুর কঠোর জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বুধবার সকালের দিকে ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে এক ডজনের বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর অভিজাত শাখা কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানি হত্যাকান্ডের পর থেকে কঠোর প্রতিশোধের হুমকির মাঝেই এই হামলা চালালো তেহরান।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, জেনারেল কাসেম সোলেইমানি হত্যার প্রতিশোধ হিসেবে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। প্রতিশোধমূলক এই হামলার পরে যুক্তরাষ্ট্র কোনো ধরনের হামলা চালানোর চেষ্টা করলে তাদের সামরিক ঘাঁটিগুলো আরও ভয়াবহভাবে গুঁড়িয়ে দেয়া হবে বলে সতর্ক করে দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।

ইরানের এই হামলার পর যুক্তরাষ্ট্রের তরফ থেকে কী ধরনের জবাব আসবে তা এখনও নিশ্চিত নয়। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড হুঁশিয়ারি দিয়েছিলেন যে, ইরান যদি কোনো মার্কিনি বা যুক্তরাষ্ট্রের কোনো সম্পদে হামলা চালায় তবে দেশটি ৫২টি গুরুত্বপূর্ণ ও সাংস্কৃতিক স্থাপনায় হামলা চালানো হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ