Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার মার্কিন ঘাঁটিতে ইরানের রকেট হামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২০, ১০:৪৬ এএম

ইরাকে অবস্থানরত দুটি মার্কিন বিমান ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতরের বরাত দিয়ে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন। সিএনএন জানায়, মঙ্গলবার রাতে ইরাকের আইন-আল আসাদ সামরিক ঘাঁটিতে ১২টির বেশি রকেট হামলা চালিয়েছে ইরান। এই রকেট হামলায় কেউ হতাহত হয়েছে কিনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে হামলা করার কথা স্বীকার করেছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন ড্রোন হামলায় কুদসপ্রধান ও দেশটির শীর্ষ প্রভাবশালী ব্যক্তিত্ব জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার জবাবে এই হামলা চালানো হয়েছে। ইরাকের আল-আসাদ নামের ওই বিমান ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের শক্ত একটি ঘাঁটি হিসেবে পরিচিত।

ওয়াশিংটন এ ঘটনার ওপর নজর রাখছে জানিয়ে হোয়াইট হাউজের মুখপাত্র স্টেফানি গ্রিশাম বলেছেন, ‌‘ইরাকে অবস্থিত একটি মার্কিন ঘাটিতে রকেট হামলা চালানো হয়েছে। এ ব্যাপারে আমরা সচেতন রয়েছি এবং গভীর পর্যবেক্ষণ করছি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এ ঘটনা অবহিত করা হয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা দল ও প্রতিরক্ষা দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন।’

এদিকে হামলার পর পর ইরনা নিউজ এজেন্সিতে ইরানের রেভ্যুলশনারি গার্ড এক বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, এ হামলা কুদসপ্রধান সোলেইমানির হত্যাকাণ্ডের বদলা। আমরা সতর্ক করে দিতে চাই যে, সন্ত্রাসী যুক্তরাষ্ট্রকে যারা তাদের ঘাঁটিগুলোকে ব্যবহার করতে দিয়েছে তাদেরকেই লক্ষ্যবস্তু করা হবে। বিশ্বের যেখান থেকেই ইরানের বিরুদ্ধে আগ্রাসী কর্মকাণ্ড চালানো হবে সেখানেই হামলা করা হবে।

সূত্র: সিএনএন



 

Show all comments
  • Tajul Islam ৮ জানুয়ারি, ২০২০, ১:১২ পিএম says : 0
    Not war, we want peace
    Total Reply(0) Reply
  • Jamal Ahmed ৮ জানুয়ারি, ২০২০, ১:১৮ পিএম says : 0
    হে আল্লাহ আপনার নিকট একটা ই ফরিয়াদ, আপনি ইরান সহ ভারতিয় এবং চীনের মুসলিম দের বিজয় নিশ্চিত করা সহ জেরুজালেম সুরক্ষা করার তৌফিক দান করুন,আমীন ||
    Total Reply(0) Reply
  • জাবেদ ৮ জানুয়ারি, ২০২০, ১:২১ পিএম says : 0
    মাশা আল্লাহ || সাড়া পৃথিবীর মুসলমানদের কে আপনি হেফাজত করুন পাশাপাশা এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন ||
    Total Reply(0) Reply
  • Badiul Islam Nur ৮ জানুয়ারি, ২০২০, ১:২১ পিএম says : 0
    ইরাকে হামলা না করে, সরাসরি আমেরিকার সামরিক বাহিনির উপর হামলা করা উচিৎ,,
    Total Reply(0) Reply
  • Anisul Mustafa Hridoy ৮ জানুয়ারি, ২০২০, ১:২৩ পিএম says : 0
    এগিয়ে যাও ইরান আল্লাহ তোমাদের সহায় হোক!মধ্যেপ্রাচ্য মার্কিন ঘাটি গুলো গুড়িয়ে দাও!এবং দখলদার ইসরাইলকে শেষ কর।
    Total Reply(0) Reply
  • Arman Zahed ৮ জানুয়ারি, ২০২০, ১:২৩ পিএম says : 0
    আলহামদুলিল্লাহ সাবাস ইরান।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ