Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরানে শোকমিছিলে পদদলিত হয়ে ৫০ জনের মৃত্যু

সোলাইমানির দাফন বিলম্বিত সোলাইমানির বাড়িতে ইসমাঈল হানিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম | আপডেট : ১২:০৭ এএম, ৮ জানুয়ারি, ২০২০

মার্কিন হামলায় নিহত কাসেম সোলাইমানির শোক মিছিলে পদদলিত হয়ে তার নিজশহর কেরমানে ৫০ ইরানির মৃত্যু হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, তার দাফনানুষ্ঠানে লাখ লাখ শোকার্ত মানুষের ঢল নেমেছে। এতে আরও ২০০ জন আহত হয়েছেন। এ কারণে দাফনে বিলম্ব ঘটছে। প্রচন্ড ভিড়ের চাপে দাফন স্থগিত রাখতে হয়েছে বলে কর্তৃপক্ষ জানান। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা কমিয়ে আনতে চেষ্টা করায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। সোমবার এক মার্কিন কর্মকর্তা বলেছেন, দুই দেশের মধ্যে বিতর্ক কমিয়ে আনতে যারা কাজ করে আসছিলেন, ইমরান খান তাদের অন্যতম। জেনারেল কাসেম সোলাইমানির বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া। সোমবার তেহরানে জেনারেল সোলাইমানি এবং কমান্ডার আবু মাহদি আল মুহান্দিসসহ নিহতদের জানাজা অনুষ্ঠানে অংশ নেয়ার পর সোলাইমানির বাড়িতে যান তিনি। ইরানের সাংস্কৃতিক স্থাপনায় হামলার যে হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন তা যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন বলে পৃথক বিবৃতিতে জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ। ইরাকে আইএসবিরোধী জোটের অংশ হিসেবে মোতায়েন করা সেনাদের কিছু সংখ্যক প্রত্যাহার করে নেবে বলে জানিয়েছে জার্মানি। দেশটির প্রতিরক্ষামন্ত্রী গতকাল এমন তথ্য দিয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে, যে স্থানে পদদলিত হয়ে মানুষের মৃত্যু ঘটেছে সেখানকার ভিডিওতে দেখা গেছে, শোকার্ত লোকজন অবসন্ন হয়ে ফ্লোরে পড়ে আছেন। অন্যরা তাদের বুকে ঘষামাজা করছেন। মাটিতে পড়ে থাকা কারো কারো মুখ জ্যাকেট ও কাপড় দিয়ে ঢাকা অবস্থায় দেখা গেছে। দেশটির জরুরি সেবা বিভাগের প্রধান পীর হোসেন কলিভান্দ বলেন, শোকমিছিলে অংশ নিয়ে বেশ কিছু লোক আহত হয়েছেন। অনেকে প্রাণ হারিয়েছেন।

গতকাল সকাল থেকেই সোলাইমানির নিজ শহরে হাজার হাজার শোকার্ত মানুষকে রাস্তায় বেরিয়ে আসতে দেখা গেছে। এছাড়া তেহরান, কুয়াম, মাশহাদ ও আহভাজ শহরেও মানুষের ঢল নেমেছে। এর আগে সোমাবার তার জানাজা উপলক্ষে রাজধানী তেহরানের সড়কগুলো লোকে লোকারণ্য হয়ে উঠেছিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শুক্রবার ভোরে বাগদাদে ড্রোন হামলা চালিয়ে সোলাইমানিকে হত্যা করে মার্কিন বাহিনী।

রোববার সোলেমানির লাশ ইরাক থেকে ইরানে নিয়ে যাওয়া হয়। সোমবার ইরানের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় তেহরান বিশ্ববিদ্যালয়ে তার জানাজা হয়। ইরানি গণমাধ্যম জানিয়েছে, এখানে সোলেমানিসহ তার সঙ্গে নিহত সবার জানাজা হয়।

গত শতকের ইরান-ইরাক যুদ্ধের সময় থেকে যুদ্ধের ময়দানে থাকা সোলাইমানিকে জাতীয় বীর হিসেবে দেখে ইরানিরা। দেশটির সর্বোচ্চ নেতা খামেনির পর তিনিই ইরানের সবচেয়ে ক্ষমতাবান লোক ছিলেন বলে ধারণা করা হয়।

জেনারেল সোলাইমানির দাফনে বিলম্ব
অবিশ্বাস্য ভিড়ের কারণে মার্কিন হামলায় নিহত বিপ্লবী গার্ডসের প্রভাবশালী জেনারেল কাসেম সোলাইমানির দাফন কাজে বিলম্ব হচ্ছে। শোকার্ত মানুষের চাপে জেনারেল সোলাইমানির দাফন অনুষ্ঠান আপতত স্থগিত করা হয়েছে। গতকাল সকাল থেকেই সোলাইমানির নিজ শহরে হাজার হাজার শোকার্ত মানুষকে রাস্তায় বেরিয়ে আসতে দেখা গেছে। এছাড়া তেহরান, কুয়াম, মাশহাদ ও আহভাজ শহরেও মানুষের ঢল নেমেছে। রাষ্ট্রীয় টেলিভিশনের স¤প্রচারে দেখা গেছে, লাখ লাখ শোকার্ত মানুষ রাস্তায় বেরিয়ে এসেছেন। তাদের পরনে শোকের কালো পোশাক।

ইরনার খবরে বলা হয়, জেনারেল সোলাইমানির লাশবাহী গাড়ি ভিড়ের কারণে সহজে সামনের দিকে এগোতে পারছে না। শোকার্ত জনতা খুব কাছ থেকে তাদের বীরের প্রতি শ্রদ্ধা জানাতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছেন। জেনারেল সোলাইমানিকে বহনকারী গাড়ীতে একবার হাত বুলিয়ে দিতে পারাকে পরম সৌভাগ্য বলে মনে করছেন অনেকে। এ কারণে গাড়ির সামনে পেছনে শুধুই মানুষ।

ইমরান খানের প্রশংসায় যুক্তরাষ্ট্র
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা কমিয়ে আনতে চেষ্টা করায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। সোমবার এক মার্কিন কর্মকর্তা বলেছেন, দুই দেশের মধ্যে বিতর্ক কমিয়ে আনতে যারা কাজ করে আসছিলেন, ইমরান খান তাদের অন্যতম।

চলমান ইরান-মার্কিন সংঘাত নিয়ে চলতি সপ্তাহের ব্রিফিংয়ে ওই কর্মকর্তা বলেন, গত তিন বছর ধরে এই ক‚টনৈতিক প্রক্রিয়া চলছে। ইরানিরা পরিকল্পনা চালিয়ে যাচ্ছিলেন। এটি কেবল আমাদেরই না। সোলাইমানিকে হত্যার পর যুক্তরাষ্ট্র ও ইরানকে ঘিরে পরবর্তী উত্তেজনা এড়িয়ে যাওয়ার আহŸান জানিয়েছে পাকিস্তান।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরাইশি পার্লামেন্টে বলেন, আগুন জ্বালিয়ে দেয়ার কোনো চেষ্টার অংশ হতে যাবো না আমরা। কোনো দেশের বিরুদ্ধে আমাদের মাটি ব্যবহার করতে দেয়া হবে না। তার মতে, সংঘাত ছড়িয়ে পড়লে, তা হবে ভয়ানক বিপর্যয়কর। এটা আমাদেরও গ্রাস করে ফেলবে। অতীতের মতো এখনো আমরা মধ্যস্থতার প্রস্তাব দিচ্ছি।

সোলাইমানির বাড়িতে হামাস প্রধান হানিয়াসহ ফিলিস্তিনি প্রতিনিধিদল
জেনারেল কাসেম সোলাইমানির বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া। সোমবার তেহরানে জেনারেল সোলাইমানি এবং কমান্ডার আবু মাহদি আল মুহান্দিসসহ নিহতদের জানাজা অনুষ্ঠানে অংশ নেয়ার পর সোলাইমানির বাড়িতে যান তিনি। এসময় তার সঙ্গে ফিলিস্তিনের ইসলামি জিহাদের মহাসচিব যিয়াদ আন নাখলাও উপস্থিত ছিলেন।

যুদ্ধাপরাধের হুমকি দিচ্ছেন ট্রাম্প : অ্যামনেস্টি ও এইচআরডবিøউ
ইরানের সাংস্কৃতিক স্থাপনায় হামলার যে হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন তা যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন বলে পৃথক বিবৃতিতে জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ। বিবৃতিতে অ্যামনেস্টি বলেছে, যুক্তরাষ্ট্রের উচিত এখন এ বক্তব্য দেয়া যে, তারা সব আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান প্রদর্শন করবে। শনিবার ইরানকে হুমকি দিয়ে ট্রাম্প বলেন, ইরান প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্রের ওপর আঘাত হানলে পাল্টা জবাব দিতে তাদের ৫২টি লক্ষ্যবস্তু বাছাই করে রাখা হয়েছে। যার মধ্যে অনেক সাংস্কৃতিক স্থাপনাও আছে।

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডবিøউ) একে সরাসরি যুদ্ধাপরাধের সঙ্গে তুলনা করেছে। তারা এক বিবৃতিতে বলেছে, ট্রাম্প যদি ইরানের সাংস্কৃতিক স্থাপনায হামলা করেন সেটা হবে যুদ্ধাপরাধের শামিল। সূত্র : রয়টার্স, গার্ডিয়ান, বিবিসি, এএফপি ও এপি।



 

Show all comments
  • Md. Main Uddin ৮ জানুয়ারি, ২০২০, ২:১৪ এএম says : 1
    দুঃখজনক ব্যাপার।
    Total Reply(0) Reply
  • Saiful Alom Nazrul ৮ জানুয়ারি, ২০২০, ২:১৪ এএম says : 1
    নেতার প্রতি মানুষের ভালবাসা কতটুকু প্রবল হলে এমন ঘটনা ঘটতে পারে !
    Total Reply(0) Reply
  • Sayma Sultana Tania ৮ জানুয়ারি, ২০২০, ২:১৪ এএম says : 1
    ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন
    Total Reply(0) Reply
  • বাবুল ৮ জানুয়ারি, ২০২০, ২:১৫ এএম says : 1
    শোকের মাঝে আবার শোক
    Total Reply(0) Reply
  • আবেদ খান ৮ জানুয়ারি, ২০২০, ২:১৬ এএম says : 1
    আল্লাহ তুমি সবাইকে শোক সইবার তৌফিক দান করো।
    Total Reply(0) Reply
  • Ayat Fatima ৮ জানুয়ারি, ২০২০, ২:২৪ এএম says : 1
    অনাকাঙ্ক্ষিত মৃত্যু । ইরানের জনগণের জন্য শোকের পাহাড়টা আরো বড় হলো। তবে পৃথিবীতে এমন জানাজা বোধয় আর হয়নি, ইরান বাসী আজ সত্যি শোকাবহ বেদনাদায়ক সময় পার করছে..
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ