Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

বিরলে ৪৫ ছাগল দগ্ধ

বিরল (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২০, ১২:০০ এএম

বিরলে বাণিজ্যিকভাবে গড়ে তোলা একটি ছাগলের খামারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিদগ্ধ হয়ে ৪৫টি ছাগল ভষ্মীভূত হয়েছে। রোববার ভোরে উপজেলার ৫ নং বিরল ইউপির রবিপুর গ্রামে আদনান-মুন্নার যৌথভাবে গড়ে তোলা ছাগলের একটি বাণিজ্যিক খামারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে বিরল ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকান্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা সম্ভব হয়নি।

খাামারের স্বত্ত্বাধিকারী আদনান জানান, আমাদের খামারে দেশি-বিদেশি উন্নত হরিয়ানা জাতের পাঁঠা ও টিয়ামুখী জাতের ৪৫ টি ছাগল আগুনে পুরে মারা গেছে। কিভাবে আগুন ধরেছে আমরা কেউ বুঝে উঠতে পারছিনা। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন বিরল উপজেলা নির্বাহী অফিসার জিনাত রহমান।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দগ্ধ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ