Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরানের আকাশসীমা এড়িয়ে চলছে ভারতীয় বিমান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২০, ১২:৪৩ পিএম

যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান উত্তেজনায় তেহরানের আকাশসীমা এড়িয়ে চলছে ভারতীয় বিমান। দেশটির বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) এই নির্দেশনা দিয়েছে। খবর ইন্ডিয়া ট্যুডে'র।
ভারতের জাতীয় পতাকাবাহী এয়ার ইন্ডিয়া ও দেশটির অন্যতম বড় বিমানসংস্থা ইন্ডিগোকে ইরানের আকাশসীমায় ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়েছে। এতে বলা হয়েছে, ইরানের আকাশসীমার আক্রান্ত অংশ এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বিমান সংস্থাগুলো। একই সঙ্গে তাদের ফ্লাইট উপযুক্ত রুটে চলাচল করবে।
উল্লেখ্য, শুক্রবার বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন বিমান হামলায় ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্র এবং ইরানের তীব্র উত্তেজনায় সংযুক্ত আরব আমিরাতের বিমান চলাচল নিয়ন্ত্রণকারী সংস্থা জেনারেল সিভিল এভিয়েশন অথরিটি (জিসিএএ) ফ্লাইটের পথ মূল্যায়নের জন্য দেশটির সব বিমান সংস্থার প্রতি আহ্বান জানিয়েছে।
সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ঘনিষ্ঠ সোলায়মানি হত্যার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে ইরান। ধারণা করা হচ্ছে, প্রতিশোধের অংশ হিসেবে বিভিন্ন স্থানে চোরাগোপ্তা হামলা বাড়াতে পারে তেহরান। এদিকে যুক্তরাষ্ট্রও নতুন করে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এমন বাস্তবতায় দিল্লির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্রের হাতে ইরানের এক সিনিয়র জেনারেল হত্যার ঘটনা আমরা আমলে নিয়েছি। এই উত্তেজনা বৃদ্ধিতে বিশ্ব শঙ্কিত।’ এই বিবৃতির পরই ইরানের আকাশসীমা ব্যবহারের ক্ষেত্রে বিমানসংস্থাগুলোকে সতর্ক করা হয়।
গত বছর ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি ড্রোন ভূপাতিত হওয়ার পরও ভারতীয় বিমানসংস্থাগুলো সে দেশের আকাশসীমার নির্দিষ্ট এলাকা এড়িয়ে চলা শুরু করে। পুননির্ধারণ করা হয় এর ফ্লাইটগুলোর গতিপথ।
তবে ইরানের বেসামরিক পরিবহন সংস্থা বলছে, বিমান চলাচলের জন্য ইরানের আকাশসীমা নিরাপদ রয়েছে। ইরানের বেসামরিক পরিবহন সংস্থার মুখপাত্র রেজা জাফর জাদেহ বলেছেন, ইরান নিয়ন্ত্রিত পারস্য উপসাগরের আকাশসীমা এবং বিমান চলাচলের অন্যান্য সব রুট সম্পূর্ণ নিরাপদ রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ