Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

মৃত জামাতাকে দেখতে গিয়ে শ্বশুরসহ নিহত ৩

বিভিন্ন স্থানে আরো ৪ জনের মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

জহুরুল ইসলাম (১৬)। জামাতা মারা যাওয়ার সংবাদ পেয়ে মাইক্রোবাসযোগে সপরিবারে বগুড়ার মোকামতলায় যাচ্ছিলেন। মাইক্রোবাসটিতে চালকসহ ১১ যাত্রী ছিলেন। সকাল ৭টার দিকে অবিলের বাজারে মাইক্রোবাসটি পৌঁছলে ঢাকা থেকে ছেড়ে আসা নাইট-কোচ আজিজ ট্রাভেলসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মাইক্রোবাসে থাকা জহুরুল ইসলাম ও তার বোন আনোয়ারাসহ একই পরিবারের ৩ জন নিহত হন। আহত হন মাইক্রোবাসের চালকসহ ৮ জন। এছাড়া গতকাল ছুটির দিনে দেশের বিভিন্ন ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে গোপালগঞ্জে ২, ঢাকা ও বগুড়ায় একজন করে। আহত হয়েছেন ১৫ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কজনক হওয়ায় মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে।
নীলফামারী : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রংপুর-ডোমার-পঞ্চগড় সড়কের অবিলের বাজার নামক স্থানে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮ জন। শুক্রবার ভোরে এই দুর্ঘটনা ঘটে।নিহত তিনজনের মধ্যে দুইজনের নাম জানা গেছে। এরা হলেন- নীলফামারীর জলঢাকা উপজেলার খারিজা গোলনা নবাবগঞ্জ গ্রামের জহুরুল ইসলাম (৬৫) ও আনোয়ারা বেগম (৫৭)। আহতদের বাড়িও একই গ্রামে।
কিশোরগঞ্জ থানা পুলিশের ওসি হারুন অর রশীদ জানান, ওই গ্রামের জহুরুল ইসলামের জামাইয়ের বাড়ি বগুড়ার মোকামতলায়। তার জামাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ায় তারা একটি মাইক্রোবাসে করে মোকামতলায় যাচ্ছিলেন। শুক্রবার সকাল ৭টার দিকে অবিলের বাজার নামক এলাকায় মাইক্রোবাসটি পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা আজিজ ট্রাভেলসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসে থাকা জহুরুল ইসলাম ও তার বোন আনোয়ারা নিহত হন। আহত হন মাইক্রোবাসের চালকসহ আরও ৯ জন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে আরও একজন মারা যান। তবে তার নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী কিশোরগঞ্জ উপজেলার রণচ-ি ইউনিয়নের অবিলের বাজার এলাকার মো. আসাদুজ্জাম (৩৫) বলেন, “সকালে হালকা বৃষ্টি হচ্ছিল। এ সময় একটি বাস টার্ন নিতে গিয়ে মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাক্রোবাসের দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। ’
আরেক প্রতক্ষদর্শী বদিউর রহমান বাদশা বলেন,“বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের কারণে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়রা মাক্রোবাসের দরজা-জানালা শাবল দিয়ে ভেঙে দুইজনের লাশ উদ্ধার করে। এরপর পরে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং নিহতদের লাশ কিশোরগঞ্জ থানায় নিয়ে যায় বলে জানান বাদশা।
ঢাকা : রাজধানীর শনির আখড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় রাসেল (২৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কামাল আহমেদ (২৮) নামে অপর এক মোটরসাইকেল আরোহী। গত বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান রাসেল। আহত অবস্থায় কামালকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত কামাল আহমেদ জানান, তিনি মালিবাগ এলাকায় থাকেন। তার খালাতো ভাই রাসেল নারায়ণগঞ্জে মোবাইল মেকানিকের কাজ করতেন। সন্ধ্যায় তারা দুজন মোটরসাইকেলযোগে নারায়ণগঞ্জ যাচ্ছিলেন। শনির আখড়ার রানা সিএনজি পাম্পের সামনে পেছন দিক থেকে একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ওই বাসের চাকাতেই চাপা পড়েন রাসেল।
গোপালগঞ্জ : গোপালগঞ্জে মাহেদ্র দুর্ঘটনায় এক যুবক এবং ট্রাকের ধাকায় এক নারী নিহত হয়েছেন। গতকাল সকালে ঢাকা ও খুলনা মহা-সড়কের সদর উপজেলার পাথালিয়ায় এবং গত বৃহস্পতিবার রাতে একই সড়কের ঘোনাপাড়া এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাগেরহাটের চিতলমারী উপজেলার শ্রীরামপুর গ্রামের রনজিৎ ম-লের ছেলে বাগেরহাটের পিসি কলেজের ছাত্র বিশ্বজিৎ ম-ল (২৫) ও গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি ইউনিয়নের মানিকহার গ্রামের তাওহীদ মোল্লার স্ত্রী লাবনী বেগম (২৬)।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, সকালে গোপালগঞ্জ শহরের নিচুপাড়া থেকে একটি মাহেন্দ্রতে করে ঘোনানাপাড়া যাচ্ছিলে বিশ্বজিৎ। পথে একটি ট্রাক মাহেন্দ্রটি চাপা দিলে ঘটনাস্থলেইবিশ্বজিৎ নিহত ও অপর দুইজন আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায় বলে জানান ওসি। তিনি বলেন, এর আগে বৃহস্পতিবার রাতে ঘোনাপাড়ায় সড়ক পারাপারের সময় একটি মাইক্রোবাস লাবনী বেগমকে চাপা দেয়। পরে লাবনীকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বগুড়া : বগুড়ার শেরপুর উপজেলায় ট্রাকচাপায় ফারুক হোসেন (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল দুপুর ১টার দিকে উপজেলার বগুড়া-ঢাকা মহাসড়কের কাঁঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক হোসেন উপজেলার কাফুরা পুর্বপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।
জানা যায়, বাড়ি ফেরার পথে শেরপুর উপজেলার বগুড়া-ঢাকা মহাসড়কের কাঁঠালতলা এলাকায় বগুড়াগামী একটি ট্রাক মোটরসাইকেলসহ ফারুক হোসেনকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ফারুকের মৃত্যু হয়। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ন কবির জানান, ট্রাকটি জব্দ করা যায়নি। তবে নিহতের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ