গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর বাড্ডা থেকে হরকাতুল জিহাদের (হুজি) ছয় জঙ্গিকে আটক করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। তাদের কাছ থেকে অজ্ঞান করার ওষুধ, ধারালো অস্ত্র ও খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ক্লোরোফর্ম, একটি ছুরি ও একটি খেলনা পিস্তল জব্দ করা হয়েছে।
ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। সংগঠনের অর্থ সংগ্রহের জন্য হুজির এ গ্রুপটি ডাকাতির করছিল বলে জানিয়েছেন তিনি। তাদের কাছ থেকে উদ্ধার ক্লোরোফর্ম, ছুরি ও খেলনা পিস্তলগুলো ডাকাতির কাজে ব্যবহৃত হতো।
আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে সিটিটিসি সূত্র।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।