Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরানের খুজিস্তানে বৃহত্তম তেলের খনির আবিষ্কার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৯, ২:২৭ পিএম

বৃহৎ আকারের একটি নতুন তেলের খনির সন্ধান পেয়েছে ইরানের জাতীয় তেল কোম্পানি। ধারণা করা হচ্ছে- এটি হতে পারে দেশটির দ্বিতীয় বৃহত্তম তেল খনি। ইরানের দক্ষিণাঞ্চলীয় খুজিস্তান প্রদেশে নতুন তেল খনির সন্ধান পাওয়া গেছে। গত মাসেও একটি বড় আকারের তেল খনির সন্ধান পেয়েছে ইরান।

ইরানের জাতীয় তেল কোম্পানির অন্যতম পরিচালক সালেহ হেন্দি বলেন, গবেষণা এবং প্রতিবেদনের ওপর ভিত্তি করে খুজিস্তান প্রদেশে আরেকটি তেলক্ষেত্র পাওয়া গেছে, যা গত মাসের খনিটির সমান।

ইরানের বিশেষজ্ঞদের প্রচেষ্টায় গত মাসে নামাভারন তেলক্ষেত্রের সন্ধান পাওয়া যায়। এ তেলক্ষেত্রে পাঁচ হাজার ৩০০ কোটি ব্যারেল তেলের মজুদ রয়েছে যা ইরানের দ্বিতীয় বৃহত্তম তেলক্ষেত্র।

ইরানের তেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানেহ গতমাসে নামাভারন তেলক্ষেত্র আবিষ্কারের ঘোষণা দিয়েছিলেন। ইরানের সবচেয়ে বড় তেলক্ষেত্র দক্ষিণাঞ্চলীয় আহওয়াজ প্রদেশে অবস্থিত এবং সেখানে ছয় হাজার ৫০০ কোটি ব্যারেল তেল রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ