Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৬ ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ছয় ইটভাটার মালিককে ১৮ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। গতকাল মঙ্গলবার অধিদফতরের কার্যালয়ে শুনানি শেষে এ জরিমানা আরোপ করা হয়। অধিদফতরের কর্মকর্তারা জানান, ছাড়পত্র না নিয়ে সনাতন পদ্ধতিতে ইট প্রস্তুত করে পরিবেশ দূষণ করায় তাদের জরিমানা করা হয়েছে। ইটভাটাগুলো হলো- খাজা ব্রিকস, বার আউলিয়া ব্রিকস, আকতারিয়া ব্রিকস, এ এইচ ব্রিকস, মজিদিয়া ব্রিকস এবং আরব ব্রিকস। অধিদফতরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন জানান, স¤প্রতি পরিবেশ অধিদফতরের টিম ইটভাটাগুলো পরিদর্শনে গিয়ে বিভিন্ন অনিয়মের চিত্র দেখতে পায়। এজন্য তাদের পরিবেশ অধিদফতরের শুনানিতে হাজিরের নোটিশ দেয়া হয়েছিল। শুনানি শেষে তাদের এ জরিমানা করা হয়। নিয়ম মেনে ইটভাটা পরিচালনা করা না হলে বন্ধ করে দেয়া হবে বলে সতর্ক করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ