Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৭০ বছর পরও মর্যাদার লড়াই মুসলিমদের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন কট্টর হিন্দুত্ববাদী দল বিজেপির সরকরের সমালোচনা করে আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, শুধু মুসলিমরাই নন, সমস্ত দেশবাসীর ওপর এই আইনের প্রভাব পড়বে। তাই ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) নিয়ে ভারত জুড়ে আন্দোলনের মধ্যে নিখিল ভারত মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি দলীয় বৈঠক শেষে বলেন, স্বাধীনতারও ৭০ বছর পার হলেও ভারতের মুসলিমদের তাদের মর্যাদার জন্য লড়াই করতে হচ্ছে। শনিবার হায়দারাবাদে নিখিল ভারত মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (সংক্ষেপে মিম) সদর দফতরে বিশেষ বৈঠক ডেকেছিল ইউনাইডেট মুসলিম অ্যাকশন কমিটি। সেখানে মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ওয়াইসি বলেন, ‘আমি এই দেশের মাটিতে জন্মেছি। তাহলে লাইনে দাঁড়িয়ে ভারতীয় হওয়ার প্রমাণ দিতে হবে কেন? তিনি বলেন, ‘আমরা এই দেশেরই বাসিন্দা। তারপরও ১০০ কোটি মানুষকে লাইনে দাঁড়াতে হবে। প্রমাণ দিতে হবে তাদের নাগরিকত্বের। এটা শুধুমাত্র মুসলিমদের সমস্যা নয় বরং প্রত্যেক ভারতবাসীর সমস্যা। মোদির সমর্থকদের বলে রাখি, কাগজপত্র হাতে নিয়ে আপনাদেরও কিন্তু লাইনে দাঁড়াতে হবে।’ ভারতের অন্যতম এই মুসলিম নেতা বলেন, ‘জিন্নাহর দ্বি-জাতি তত্ত্ব প্রত্যাখ্যান করে দেশভাগের সময় এ দেশেই থেকে গেছেন অনেক মুসলিম। আঘাত নয়, সর্বতোভাবে এই দেশকে রক্ষা করতেই লড়াই চালিয়ে যাচ্ছি আমরা। কিন্তু স্বাধীনতার ৭০ বছর পরও মর্যাদার জন্য লড়াই করতে হচ্ছে ভারতীয় মুসলিমদের। সবার সন্দেহ দূর করতে হচ্ছে।’ ওয়াইসি আরও বলেন, ‘বলা হচ্ছে, পৃথিবীতে আরও অনেক মুসলিম দেশ রয়েছে। ইন্টারনেট।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুসলিম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ