Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশালে মদের বার-এ অভিযান ৬৫জনকে জেল জরিমানা

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০১৯, ৪:৩১ পিএম

বরিশালে একটি বৈধ মদের বার-এ অভিযান চালিয়ে অবৈধভাবে মাদক সেবনের দায়ে ৬৫জন মাদকসেবীকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। নগরীর অভিজাত ‘হোটেল এরিনা’র বারে শুক্রবার রাতে মহানগর পুলিশের কোতয়ালী থানা অভিযান পরিচালনা করে। এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে আটককৃতদের ৭দিন থেকে ১৫দিন পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড প্রদান ছাড়াও জরিমানা ধার্য করে।

আটকৃতদের সবাই মদ্যপ অবস্থায় ছিল এবং তাদের কারোই মদ পানের লাইসেন্স ছিলনা। এমনকি বারটি থেকে আটকৃতদের মধ্যে কয়েকজন অপ্রাপ্ত বয়স্ক ছিল বলেও জানা গেছে। রাত ১০টা থেকে ৩টা পর্যন্ত ঐ অভিযানকালে বিএমপি’র ডিস সাউথ এবং কোতয়ালী থানার এসি ছাড়াও জেলা প্রশাসনের একাধিক নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ