Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরাজদিখানে ৫টি ইটভাটা উচ্ছেদ

২০ লাখ টাকা জরিমানা

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৯, ১২:২১ এএম

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পাঁচটি ইটভাটা উচ্ছেদ ও ২০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সকাল ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত বালুচর ইউনিয়নের মোল্লা কান্দি গ্রাম, বাসাইল ইউনিয়নের উত্তর গুয়াখোলা গ্রাম এবং লতব্দি ইউনিয়নে অবৈধ ইটভাটাগুলোতে অভিযান পরিচালিত হয়েছে। এ সময় মেসার্স মোল্লা ব্রিকসকে ৮ লাখ টাকা, মেসার্স আকাশ ব্রিকসকে ৫ লাখ টাকা, মেসার্স কেবিসি ব্রিকসকে ২ লাখ টাকা ও মেসার্স মায়ের দোয়া ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদফতর থেকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ জানান, এসব ভাটাগুলো সনাতন পদ্ধতিতে ইট তৈরির মাধ্যমে মারাত্মকভাবে পরিবেশ দূষণ ও বৈধ কাগজপত্র ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসছিল। মামা ভাগিনা ইটভাটাকে ভেকু দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়েছে এবং বাকিগুলো জরিমানাসহ পানি ছিটিয়ে ইট, কাঁচামালসহ সব নষ্ট করে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মো. নয়ন মিয়া।

পরিবেশ অধিদফতর তথ্যমতে, মোট ৭৮টি ইটভাটা রয়েছে এ জেলায়। এর মধ্যে ৬৯টি ইটভাটা সিরাজদিখান উপজেলায়, ৫টি গজারিয়া এবং ২টি করে শ্রীনগর ও লৌহজং উপজেলায়। জেলার ৩২টি ভাটা বৈধ বাকিদের ছাড়পত্র নেই। আজ ৫টি ভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। পর্যায়ক্রমে বাকিদের উচ্ছেদ করা হবে বলে পরিবেশ অধিদফতর সূত্রে জানা গেছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ