মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলসহ পশ্চিমাদের মোকাবিলায় সমরাস্ত্রের প্রতি বেশ জোর দিয়েছে ইরান। কোনো নিষেধাজ্ঞাই ইরানকে রুখতে পারছে না। এজন্যই হয়তো ইরানকে কোণঠাসা করতে তাদের কাছে পারমাণবিক ক্ষেপণাস্ত্র আছে বলে দাবি করেছে পশ্চিমা তিন শক্তিশালী দেশ যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি।
ইরানভিত্তিক সংবাদমাধ্যম প্রেসটিভি এক প্রতিবেদনে জানায়, ২০১৫ সালের পরমাণু চুক্তি অনুযায়ী ইরানকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে ইউরোপিয়ানরা। এ কারণে তেহরানের কাছে পারমাণবিক ক্ষেপণাস্ত্র আছে বলে দাবি করছে শক্তিশালী তিনটি দেশ। একই সঙ্গে ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র কার্যক্রম জাতিসংঘ বিধি অনুযায়ী সামঞ্জস্যপূর্ণ নয় বলেও মন্তব্য করেছে তারা।
বুধবার যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানির দূতরা জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে একটি চিঠি পাঠান। সেখানে তারা উল্লেখ করেন- পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ইরান এবং তাদের এ কার্যক্রম এখনো চলছে। তেহরানের এ ধরনের ক্ষেপণাস্ত্র কার্যক্রম জাতিসংঘের বিধি-বিরোধী।
ইউরোপের শক্তিশালী তিন দেশের এমন মন্তব্যে এখন পর্যন্ত কিছু জানায়নি ইরান। তবে তেহরান বার বার দাবি করে আসছে, তাদের কাছে কোনো পারমাণবিক ক্ষেপণাস্ত্র নেই। এমনকি পারমাণবিক অস্ত্র বহন করতে পারে এমন কোনো ক্ষেপণাস্ত্রও তৈরি করা হয়নি। ইরানের ক্ষেপণাস্ত্র কার্যক্রম সম্পূর্ণই নিজেদের প্রতিরক্ষার জন্য।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।