Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিনাজপুরে আদালতে হাজির দিতে এসে আসামীর মৃত্যু

দিনাজপুর অফিস | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৯, ৪:০৩ পিএম

দিনাজপুরে আদালতে হাজিরা দিয়ে জামিন নেয়ার জন্য এসে নুরুল হোসেন (৫৫) নামে মাদক মামলার এক আসামীর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এই ঘটনা ঘটে। নিহত নুরুল হোসেন জেলার নবাবগঞ্জ উপজেলার আন্দোলগ্রাম নয়াপাড়ার কফিল উদ্দিনের ছেলে। তিনি একটি মাদক মামলার আসামী হিসেবে জামিন নেয়ার জন্য আদালতে হাজিরা দিতে এসেছিলেন।
আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১)৭(ক) ধারায় একটি মামলা চলমান ছিল নুরুল হোসেনের বিরুদ্ধে। দুপুরে আদালতে হাজির হয়ে জামিন নিতে আসেন নুরুল হোসেন। এ সময় আদালতের ৫ম তলায় উঠতে গিয়ে সিড়িতে পড়ে যান। পরে তার সাথে আসা লোকজন ও স্থানীয়রা বিষয়টি হাসপাতালে অবহিত করলে এ্যাম্বুলেন্সেযোগে তাকে দিনাজপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. পারভেজ সোহেল রানা তাকে মৃত ঘোষণা করেন। তবে নুরুল হোসেনের মৃত্যু কিভাবে হয়েছে তা জানা যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ