গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ২টা ১৫ মিনিটে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, রাত সোয়া দুইটার সময় তাকে আটক করা হয়েছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করছি। উলফাতকে শাহবাগ থানায় নেয়া হয়েছে বলে জানা গেছে।গতকাল রাতের একটি ফ্লাইটে তার মালয়েশিয়া যাওয়ার কথা। সেখান থেকে আমেরিকা যাওয়ার কথা ছিল উলফাতের।
উল্লেখ্য, গতকাল মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে খালেদা জিয়ার মুক্তির দাবিতে হাইকোর্টের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে বিএনপির নেতাকর্মীরা। পরে দুপুর ২টার দিকে পুলিশ তাদের সরানোর জন্য লাঠিচার্জ করে। এসময় বিএনপি নেতাকর্মীরাও চড়াও হয় পুলিশের উপর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। পুলিশের ধাওয়ায় নেতাকর্মীরা পালানোর সময় রাস্তায় গাড়ি ভাংচুর করে। এঘটনায় মঙ্গলবার রাত ১০টায় পুলিশ বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় ৫০০ জনের নামে মামলা দায়ের করে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।