Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওসমানীনগরে নাশকতা মামলায় ভাইস চেয়ারম্যানসহ বিএনপির ১০ নেতা কারাগারে

বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৯, ৬:১৬ পিএম

সিলেটের ওসমানীনগর থানা পুলিশ কর্তৃক দায়েরকৃত নাশকতা মামলায় ওসমানীনড়র উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানসহ বিএনপির ১০ নেতাকর্মী কারাগারে। গতকাল সোমবার সিলেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
কারাগারে যাওয়া অন্যান্যরা হচ্ছেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক ও উপজেরা পরিষদের ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক নজরুল ইসলাম ইসলাম, উসমানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মুক্তার হোসেন বকুল, বিএনপি নেতা সাদীপুর ইউপি সদস্য বখতিয়া হোসেন, বিএনপি নেতা জামাল চৌধুরী, ইমরুল চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আহবাবুল হোসেন আহবাব, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রায়হান আহমদ, যুগ্ন আহবায়ক সাজ্জাদুর রহমান, জুয়েল আহমদ।
মামলা ও আদালত সূত্রে জানা যায়, বিএনপির চেয়ারপারসন কারাবন্দী খালেদা জিয়ার মুক্তির দাবি নিয়ে সিলেট বিভাগীয় সম্মেলনকে কেন্দ্র করে নাশকতার অভিযোগে ওসমানীনগর থানা পুলিশ উপজেলা বিএনপির নেতাদের বিরুদ্ধে মামলাটি রুজু করে। সম্প্রতি ওই মামলায় অভিযুক্তরা হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের অন্ত:বর্তীকালীন জামিন নেন। উচ্চ আদালতের অস্থায়ী জামিন শেষে সোমবার সিলেট জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালতের বিচারক তাদের জেল হাজতে প্রেরনের আদেশ প্রদান করেন।
আসামী পক্ষের আইনজীবী আনোয়ার হোসেন বলেন, নাশকতার অভিযোগে মামলায় বিএনপির ১০ নেতা-কর্মীর জামিনের আবেদন করলে, মাননীয় বিচারক কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। বিজ্ঞ নিন্ম আদালত থেকে মামলার নথি প্রাপ্তি সাপেক্ষে আগামী ধার্য্য তারিখে জামিন আবেদনটির শুনানির পর এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে আদালত সূত্রে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ