বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাল্য বিবাহের আয়োজন করায় ভ্রাম্যমান আদালত বসিয়ে বরের পিতাকে ১০ হাজার টাকা জরিমানা করে বাল্য বিবাহ ঠেকালেন কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার।
কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম জানান, শুক্রবার রাতে কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের পাহাড়পুর গ্রামের চাঁন মিয়া তার নাবালক পুত্রের সাথে তারই বাল্যবন্ধু প্বার্শবর্তী ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার জলহরি গ্রামের সুরুজ মিয়ার কন্যা নবম শ্রেণীর ছাত্রী ফাহিমার (১৫) বিয়ে ঠিক করে নোটারী পাবলিকের মাধ্যমে বিবাহের আনুষ্ঠানিকা করছিল। খবর পেয়ে আমি পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে বর দৌঁড়ে পালিয়ে যায়।
অনেক বুঝানোর পরও তারা বিয়ে বন্ধ করতে রাজি না হওয়ায় অবশেষে ভ্রাম্যমান আদালত বসিয়ে বরের পিতা চাঁন মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করে বাল্য বিবাহ বন্ধ করা হয়। বরের পিতা জরিমানার টাকা পরিশোধ এবং পূর্ণ বয়স না হওয়া পর্যন্ত তার ছেলের বিয়ে করাবে না বলে মুচলেখা দেয়ার পর তাকে মুক্তি দেয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।