Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের জন্য প্রস্তুত হোন ময়মনসিংহে সেলিমা রহমান

ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৯, ৬:১১ পিএম

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলনের বিকল্প নেই। এজন্য সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে জোরদার করতে হবে। এ সময় তিনি সকল নেতাকর্মীকে আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহবান জানান। 

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার দুপুরে ময়মনসিংহ শহরের নতুন বাজার জেলা দক্ষিণ বিএনপির কার্যালয়ের সামনে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

গণসমাবেশে জেলা দক্ষিন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্সসহ জেলা বিএনপি তার অঙ্গ সংগঠনের র্শীষ নেতৃবৃন্দ।

সমাবেশে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স বলেন, বর্তমান অগণতান্ত্রিক জনবিচ্ছিন্ন সরকার জনগণের কল্যাণের কথা ভাবতেই পারছে না। ক্ষমতায় ঠিকে থাকার জন্য যা যা প্রয়োজন তাই করে যাচ্ছেন। আজ দ্রব্যমুল্যের বাজার সরকারের নিয়ন্ত্রণের বাইরে। বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি আসবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ