Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সিরাজদিখানে দু’টি ইটভাটা মালিককে ৬ লাখ জরিমানা

সিরাজদিখান(মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৯, ৫:৩৮ পিএম

ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার দু’টি ইটভাটা মালিককে ছয় লাখ টাকা জরিমানা করেছে। বুধবার দুপুরে ১ টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নে মেসার্স আকাশ ব্রিকস ও মেসার্স মামা ভাগ্নে ব্রিকস নামে দু’টি ইটভাটায় এ অভিযান চালায়। এ সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার মোল্লাকান্তি এলাকার আকাশ ব্রিকসের মালিক শহীদ বাউল ও জসিমউদ্দিনচর এলাকার মামা ভাগ্নে ব্রিকসের মালিক আব্দুল জলিলকে তিন লাখ টাকা করে ছয় লাখ টাকা জরিমানা করেন।

জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নয়ন মিয়া জানান, খাসমহল বালুরচর গ্রামের ওই দু’টি ইটভাটা বেশ পুরনো। ইটভাটা দু’টি মারাত্মক ভাবে পরিবেশ দূষন করে আসছিল। তাই দু’টি ইটভাটা মালিককে জরিমানা করে। এসময় আরো উপস্থিত ছিলেন,সিরাজদিখান থানার এসআই মো.সবুর খান,শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি টিম ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ